সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘নদী ভাঙন রোধে বড় বড় বাজেট আনা হয়েছে। কিছু সেমি স্থায়ী কাজ শেষ করা হয়েছে। আবার জরুরি কিছু স্থায়ী কাজ চলছে।’ এ কারণে তিনি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গতকাল শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নের নদীর তীর রক্ষা বাঁধের পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এটা সত্যি যে, একটি জায়গায় বাঁধ হলে আরেকটি জায়গা ভেঙে গেলে সেটি উন্নয়ন কাঠামোকে আঘাত করে। পাশাপাশি বিদ্যমান বাধাগুলো ইফেক্ট হয়ে যায়।’ সে কারণে নদীর বাকি তীরগুলোতে বাঁধ দেওয়া জরুরি বলে মনে করেন তিনি।
শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, ‘এলাকার মানুষদের ভাগ্যের উন্নয়ন হবে।’ নদী পাড়ের মানুষদের দুর্দশার কথা চিন্তা করে এলাকার বাকি দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করবেন বলে তিনি আশা করেন।
এ সময় উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিলন, জাতীয় যুবসংহতির সভাপতি মো. সাইদুর রহমান, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ রাফি, ইউপি সদস্য চাঁন মিয়া, সাবেক ইউপি সদস্য রেজাউল আলম, ছাত্রসমাজের নেতা মসলিম মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘নদী ভাঙন রোধে বড় বড় বাজেট আনা হয়েছে। কিছু সেমি স্থায়ী কাজ শেষ করা হয়েছে। আবার জরুরি কিছু স্থায়ী কাজ চলছে।’ এ কারণে তিনি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গতকাল শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নের নদীর তীর রক্ষা বাঁধের পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এটা সত্যি যে, একটি জায়গায় বাঁধ হলে আরেকটি জায়গা ভেঙে গেলে সেটি উন্নয়ন কাঠামোকে আঘাত করে। পাশাপাশি বিদ্যমান বাধাগুলো ইফেক্ট হয়ে যায়।’ সে কারণে নদীর বাকি তীরগুলোতে বাঁধ দেওয়া জরুরি বলে মনে করেন তিনি।
শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, ‘এলাকার মানুষদের ভাগ্যের উন্নয়ন হবে।’ নদী পাড়ের মানুষদের দুর্দশার কথা চিন্তা করে এলাকার বাকি দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করবেন বলে তিনি আশা করেন।
এ সময় উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিলন, জাতীয় যুবসংহতির সভাপতি মো. সাইদুর রহমান, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ রাফি, ইউপি সদস্য চাঁন মিয়া, সাবেক ইউপি সদস্য রেজাউল আলম, ছাত্রসমাজের নেতা মসলিম মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।
কাইতাড়া গ্রামের বাসিন্দা মামুন হায়দার বলেন, এই সড়ক নির্মাণের পর আর সংস্কার হয়নি। তবুও চলাচলের যোগ্য ছিল। কিন্তু গত ৮ থেকে ১০ বছর স্থানীয় একাধিক বালু ব্যবসায়ীর ট্রাক চলাচল করতে গিয়ে সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। যে কারণে সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে বেহাল অবস্থায় পরিণত হয়।
৫ মিনিট আগেকপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ‘গত ২২ জুলাই কাপ্তাই লেক প্রথমবারের মতো ১০০ ফুট MSL অতিক্রম করে। এরপর প্রতিদিনই পানি বাড়ছে। ২৬ জুলাই উচ্চতা ছিল ১০৩.৮১ ফুট। রোববার সকালে তা ১০৪.১৩ ফুট হয়েছে।’
১৬ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্তের ঘটনার কারণ, ক্ষয়ক্ষতি নিরূপণ, বিমানবন্দরের অতি নিকটবর্তী এলাকার স্থাপনা নির্মাণ এবং ফ্লাইং জোনের অবস্থানগত সঠিকতা ও নিরাপদ পরিচালন বিষয় পরীক্ষা করতে একটি তদন্ত কমিশন গঠন করেছে সরকার।
১৯ মিনিট আগেস্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ প্রকল্পের আওতায় ৪০০ মিটার দীর্ঘ একটি আরসিসি সড়ক নির্মাণের জন্য গত বছরের ২৪ ডিসেম্বর ‘ফাতেমা ট্রেডার্স’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়। ১০৫ দিনের মধ্যে কাজ শেষ করার শর্ত থাকলেও এখন পর্যন্ত কোনো কাজই শুরু হয়নি।
১ ঘণ্টা আগে