Ajker Patrika

লুঙ্গির ভাঁজে মিলল গুলিভর্তি বিদেশি পিস্তল

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২৩, ১৭: ০৭
লুঙ্গির ভাঁজে মিলল গুলিভর্তি বিদেশি পিস্তল

গাইবান্ধার সাদুল্যাপুরে তিনটি গুলিভর্তি বিদেশি পিস্তলসহ নজরুল ইসলাম প্রধান (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করে। 

পিস্তলটি তাঁর পরনের লুঙ্গির ভাঁজে গোঁজা ছিল। নজরুল উপজেলার ছোট গয়েশপুর (প্রধানপাড়া) গ্রামের বাসিন্দা। 

আজ শনিবার দুপুরে জেলা পুলিশ লাইনসে আয়োজিত সংবাদ সম্মেলনে গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) কামাল হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল রাতে জেলার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। স্থানীয় জিন্নাহ খাঁর আবাদি জমি থেকে নজরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে লুঙ্গির ভাঁজে গোঁজা অবস্থায় একটি বিদেশি সচল ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি তাজা গুলি জব্দ করা হয়।

এসপি আরও জানান, নজরুলের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না—এ ব্যাপারে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে সাদুল্যাপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. আব্দুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান মোল্লা, উপপরিদর্শক মমিরুল হক, আমিনুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত