পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে শ্যামলী আক্তার নামে এক নারীর বিরুদ্ধে জবরদখল, মামলা ও হামলার অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী কয়েকটি সংগঠনের নেতা–কর্মীরা। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত স্থানীয় চৌমাথা মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা।
সংগঠনগুলো হলো, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ, উপজেলা ছাত্রলীগ, তাঁতি লীগ, উপজেলা নর সুন্দর ও পার্লার শ্রমিক ইউনিয়ন, উপজেলা ফুটবল কোচিং একাডেমি, উপজেলা লেবার শ্রমিক ইউনিয়নসহ অন্য সংগঠনগুলো।
এতে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান বিচ্চু, পলাশবাড়ী কোচিং একাডেমির কোচ সুরুজ হক লিটন, উপজেলা মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক উম্মে হানী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি নির্মল মিত্র প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পৌরশহরের নুনিয়াগাড়ি গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানের মেয়ে শ্যামলী আক্তার একজন মামলাবাজ নারী। তিনি ক্ষমতার অপব্যবহার করে প্রতিবেশী-সরকারি জমি জবরদখলসহ হামলা হামলা-ভয় দেখিয়ে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। বিষয়টি সবাই অবগত থাকলেও মান সম্মানের ভয়ে কেউ কিছু করার সাহস পান না। এ থেকে পরিত্রাণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
শেষে প্রায় ১৫ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলন কারীরা। এ সময় পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা।
এ ব্যাপারে শ্যামলী আক্তার জানান, কিছু স্বার্থান্বেষী মানুষ পরিকল্পিত ভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
পলাশবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রানা বলেন, ‘দ্রুত আন্দোলনকারীদের শান্ত করায় একটু পরেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তাদের অভিযোগ সমূহ যাচাই-বাছাই করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গাইবান্ধার পলাশবাড়ীতে শ্যামলী আক্তার নামে এক নারীর বিরুদ্ধে জবরদখল, মামলা ও হামলার অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী কয়েকটি সংগঠনের নেতা–কর্মীরা। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত স্থানীয় চৌমাথা মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা।
সংগঠনগুলো হলো, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ, উপজেলা ছাত্রলীগ, তাঁতি লীগ, উপজেলা নর সুন্দর ও পার্লার শ্রমিক ইউনিয়ন, উপজেলা ফুটবল কোচিং একাডেমি, উপজেলা লেবার শ্রমিক ইউনিয়নসহ অন্য সংগঠনগুলো।
এতে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান বিচ্চু, পলাশবাড়ী কোচিং একাডেমির কোচ সুরুজ হক লিটন, উপজেলা মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক উম্মে হানী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি নির্মল মিত্র প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পৌরশহরের নুনিয়াগাড়ি গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানের মেয়ে শ্যামলী আক্তার একজন মামলাবাজ নারী। তিনি ক্ষমতার অপব্যবহার করে প্রতিবেশী-সরকারি জমি জবরদখলসহ হামলা হামলা-ভয় দেখিয়ে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। বিষয়টি সবাই অবগত থাকলেও মান সম্মানের ভয়ে কেউ কিছু করার সাহস পান না। এ থেকে পরিত্রাণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
শেষে প্রায় ১৫ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলন কারীরা। এ সময় পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা।
এ ব্যাপারে শ্যামলী আক্তার জানান, কিছু স্বার্থান্বেষী মানুষ পরিকল্পিত ভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
পলাশবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রানা বলেন, ‘দ্রুত আন্দোলনকারীদের শান্ত করায় একটু পরেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তাদের অভিযোগ সমূহ যাচাই-বাছাই করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এ সময় তাঁর সঙ্গে থাকা থানা-পুলিশকে নীরব থাকতে দেখা গেছে।
১৫ মিনিট আগেসুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতিকে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ রোববার সকালে প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রথা অনুসারে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি
১৮ মিনিট আগেচট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে না দিয়ে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। রোববার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি
২২ মিনিট আগেরাজধানীর উত্তরায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার বিভিন্ন এলাকায় গতকাল শনিবার (১৯ এপ্রিল) রাত থেকে আজ রোববার (২০ এপ্রিল) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
২৫ মিনিট আগে