Ajker Patrika

হাতিয়ায় বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৫: ৩২
নদীর তীরে নিহত জেলের স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা
নদীর তীরে নিহত জেলের স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা দুই জেলে মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার ভোরে উপজেলার সুখচর ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন চরকিং ইউনিয়নের শুল্লকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে সাকিব উদ্দিন এবং সুখচর ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে আরাফাত। আহত জেলে রহমত (৩২) নিঝুমদ্বীপ ইউনিয়নের কাশেম মিস্ত্রির ছেলে।

জেলেরা জানান, মাছ ধরা শেষে আফসার মাঝির ট্রলারটি তীরে নোঙর করে রাখার পর ভোরে জেলেরা ঘুমাচ্ছিলেন। ট্রলারের ভেতরে আফসার মাঝিসহ পাঁচজন ঘুমিয়েছিলেন। এ সময় দক্ষিণ দিক থেকে আসা একটি বাল্কহেড ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি উল্টে গেলে তিনজন নদীতে পড়ে যান। পরে জেলেরা রহমতকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। সকালে ও দুপুরে নদী থেকে সাকিব ও আরাফাতের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। দুর্ঘটনার পরপর বাল্কহেডটি উত্তর দিকে চলে যাওয়ায় সেটিকে চিহ্নিত করা যায়নি।

নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ চন্দ্র সাহা বলেন, ‘খবর পেয়ে আমরা একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত