ভয়াবহ যে ৫টি পরিবেশগত বিপর্যয়ের মুখে মানবজাতি
টিপিং পয়েন্টের ঝুঁকি বা বিভিন্ন লক্ষণের যেগুলোকে বিজ্ঞানীরা বিপর্যয় হিসেবে চিহ্নিত করেছেন, সেগুলোর মধ্যে গ্রিনল্যান্ড ও পশ্চিম অ্যান্টার্কটিকে বিশাল যে বরফের স্তর রয়েছে, তা ধসে পড়তে পারে। এ ছাড়া পার্মাফ্রস্টের ব্যাপক গলন, কোরাল রিফের মৃত্যু, সাগরের পানি উষ্ণ হয়ে যাওয়া এবং উত্তর আটলান্টিকের বায়ুমণ্ডল