ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু অপপ্রয়োগ হয়েছে, সবাই স্বীকার করে না: আইনমন্ত্রী
আইনের অপপ্রয়োগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী জানান, এই আইনে মামলা করার সঙ্গে সঙ্গে সাংবাদিকদের আগেই গ্রেপ্তার করা হবে না। পাশাপাশি যে কেউ মামলা করুক না কেন, সেটাকে মামলা হিসেবে গ্রহণ করা হবে না—এ বিষয়ে দুই মন্ত্রী একমত হয়েছেন।