অনলাইন ডেস্ক
ভারতের বাঁকুড়ার এক ব্যক্তি কুকুরের মতো ‘ঘেউ ঘেউ’ শব্দ করে প্রতিবাদ করেছেন। কারণ তাঁর রেশন কার্ডে নিজের নামের শেষ পদবি ‘দত্ত’ পরিবর্তন হয়ে ‘কুত্তা’ হয়ে গেছে। পেশায় শিক্ষক শ্রীকান্তি কুমার দত্ত নামের ওই ব্যক্তির কুকুরের ডাকের ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বাঁকুড়া-২ ব্লকের বাসিন্দা শ্রীকান্তি কুমার দত্ত। তাঁর রেশন কার্ডে ভুলক্রমে শ্রীকান্তি কুমার দত্তের জায়গায় ‘শ্রীকান্তি কুমার কুত্তা’ ছাপা হয়েছে। নিজ নামের এই ভুল সংশোধন করার জন্য তিনি বাঁকুড়ার জেলা প্রশাসকের কার্যালয়ে একাধিকবার গিয়েও প্রতিকার পাননি। শেষে গত বুধবার এক অভিনব কাণ্ড করে বসেন শ্রীকান্তি।
ওই দিন ‘দুয়ারে সরকার’ নামের ক্যাম্প চলছিল বাঁকুড়া-২ ব্লকে। শ্রীকান্তি নিজের কাগজপত্র নিয়ে হাজির হন সেখানে। সামনে পেয়ে যান একজন সরকারি কর্মকর্তাকে। ব্লক ডেভেলপমেন্ট অফিসার পদবিধারী ওই সরকারি কর্মকর্তার গাড়ির জানালার কাছে গিয়ে ‘ঘেউ ঘেউ’ করতে শুরু করেন। কারণ রেশন কার্ড অনুযায়ী তিনি তো কুত্তা! তাঁর এই কাণ্ডে হইচই পড়ে যায় ক্যাম্পে। সরকারি ঔই কর্মকর্তা বাধ্য হয়ে তাঁর নথিপত্র দেখেন। এ ঘটনার দুই দিন পর তাঁর কাগজপত্রে নাম ঠিক হয়ে যায়।
শ্রীকান্তি দত্ত এনডিটিভিকে আক্ষেপ করে বলেছেন, ‘আমি আপনাদের কীভাবে বোঝাব যে আমি কতটা অপমানিত হয়েছিলাম। যার সঙ্গে এমন ঘটনা ঘটে, সে-ই কেবল বুঝতে পারে। আমি একবার নয়, দুবার নয়, তিন-তিনবার নাম সংশোধনের জন্য ঘুরেছি। কিন্তু কাজ হয়নি। আমি একজন শিক্ষক। কিন্তু তারা আমার কথাই শোনেনি।’
শ্রীকান্তি দত্ত আরও বলেন, ‘যে ব্যক্তি আমার কার্ডে এই ভুল করেছে, তাঁর নামের ক্ষেত্রে কুত্তা লেখা থাকলে তিনি কী করতেন? আমি খুব রেগে গিয়েছিলাম এবং জুতোপেটা করতে চাচ্ছিলাম। কিন্তু একজন শিক্ষিত মানুষ হিসেবে আমি তো করতে পারি না। শেষে নিজের রেশন কার্ডের নাম অনুযায়ী অভিনয় করার কথা চিন্তা করলাম।’
শুধু তাঁর নামই ভুল হয়েছে তা নয়, এ রকম হাজার হাজার মানুষের নাম ভুলভাবে ছাপা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ করায় তিনি গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন। শ্রীকান্তি বলেছেন, ‘মিডিয়া ইস্যুটি তুলেছিল বলেই আমি আমার নাম সংশোধন করতে পেরেছি। আমার মতো আরও হাজার হাজার মানুষের নাম ভুল আছে।’
ল–র–ব–য–হ সম্পর্কিত আরও পড়ুন:
ভারতের বাঁকুড়ার এক ব্যক্তি কুকুরের মতো ‘ঘেউ ঘেউ’ শব্দ করে প্রতিবাদ করেছেন। কারণ তাঁর রেশন কার্ডে নিজের নামের শেষ পদবি ‘দত্ত’ পরিবর্তন হয়ে ‘কুত্তা’ হয়ে গেছে। পেশায় শিক্ষক শ্রীকান্তি কুমার দত্ত নামের ওই ব্যক্তির কুকুরের ডাকের ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বাঁকুড়া-২ ব্লকের বাসিন্দা শ্রীকান্তি কুমার দত্ত। তাঁর রেশন কার্ডে ভুলক্রমে শ্রীকান্তি কুমার দত্তের জায়গায় ‘শ্রীকান্তি কুমার কুত্তা’ ছাপা হয়েছে। নিজ নামের এই ভুল সংশোধন করার জন্য তিনি বাঁকুড়ার জেলা প্রশাসকের কার্যালয়ে একাধিকবার গিয়েও প্রতিকার পাননি। শেষে গত বুধবার এক অভিনব কাণ্ড করে বসেন শ্রীকান্তি।
ওই দিন ‘দুয়ারে সরকার’ নামের ক্যাম্প চলছিল বাঁকুড়া-২ ব্লকে। শ্রীকান্তি নিজের কাগজপত্র নিয়ে হাজির হন সেখানে। সামনে পেয়ে যান একজন সরকারি কর্মকর্তাকে। ব্লক ডেভেলপমেন্ট অফিসার পদবিধারী ওই সরকারি কর্মকর্তার গাড়ির জানালার কাছে গিয়ে ‘ঘেউ ঘেউ’ করতে শুরু করেন। কারণ রেশন কার্ড অনুযায়ী তিনি তো কুত্তা! তাঁর এই কাণ্ডে হইচই পড়ে যায় ক্যাম্পে। সরকারি ঔই কর্মকর্তা বাধ্য হয়ে তাঁর নথিপত্র দেখেন। এ ঘটনার দুই দিন পর তাঁর কাগজপত্রে নাম ঠিক হয়ে যায়।
শ্রীকান্তি দত্ত এনডিটিভিকে আক্ষেপ করে বলেছেন, ‘আমি আপনাদের কীভাবে বোঝাব যে আমি কতটা অপমানিত হয়েছিলাম। যার সঙ্গে এমন ঘটনা ঘটে, সে-ই কেবল বুঝতে পারে। আমি একবার নয়, দুবার নয়, তিন-তিনবার নাম সংশোধনের জন্য ঘুরেছি। কিন্তু কাজ হয়নি। আমি একজন শিক্ষক। কিন্তু তারা আমার কথাই শোনেনি।’
শ্রীকান্তি দত্ত আরও বলেন, ‘যে ব্যক্তি আমার কার্ডে এই ভুল করেছে, তাঁর নামের ক্ষেত্রে কুত্তা লেখা থাকলে তিনি কী করতেন? আমি খুব রেগে গিয়েছিলাম এবং জুতোপেটা করতে চাচ্ছিলাম। কিন্তু একজন শিক্ষিত মানুষ হিসেবে আমি তো করতে পারি না। শেষে নিজের রেশন কার্ডের নাম অনুযায়ী অভিনয় করার কথা চিন্তা করলাম।’
শুধু তাঁর নামই ভুল হয়েছে তা নয়, এ রকম হাজার হাজার মানুষের নাম ভুলভাবে ছাপা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ করায় তিনি গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন। শ্রীকান্তি বলেছেন, ‘মিডিয়া ইস্যুটি তুলেছিল বলেই আমি আমার নাম সংশোধন করতে পেরেছি। আমার মতো আরও হাজার হাজার মানুষের নাম ভুল আছে।’
ল–র–ব–য–হ সম্পর্কিত আরও পড়ুন:
এক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
১১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৪ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
৮ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
৯ দিন আগে