Ajker Patrika

‘সঠিক এবং নির্ভুল প্রতিবেদন এসডিজি অর্জনে ধর্মীয় সম্প্রদায়ের ভূমিকা তুলে ধরতে পারে’

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ২০: ৩৭
‘সঠিক এবং নির্ভুল প্রতিবেদন এসডিজি অর্জনে ধর্মীয় সম্প্রদায়ের ভূমিকা তুলে ধরতে পারে’

ক্ষুধামুক্ত পৃথিবী, মানসম্মত শিক্ষা এবং একটি শান্তিপূর্ণ সমাজের মতো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ধর্মীয় গোষ্ঠী এবং সম্প্রদায়গুলির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ রোববার খুলনার একটি আবাসিক হোটেলে এক কর্মশালায় এমনটাই বলেন বিশেষজ্ঞরা। এতে গণমাধ্যমকে ধর্মীয় বিশ্বাস ও উন্নয়নের সংযোগস্থলে আলোকপাত করার কথা বলা হয়।

 ‘এসডিজি অর্জনে ধর্মীয় সম্প্রদায়ের ভূমিকার বস্তুনিষ্ঠ কাভারেজ জোরদার করা’ শীর্ষক বাংলাদেশি সাংবাদিকদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়া হাউসের সাংবাদিকেরা অংশ নেন।

এসডিজি এজেন্ডায় ধর্মীয় নেতাদের ভূমিকা এবং ধর্মীয় বিবেচনার বিষয়ে আলোচনা করার জন্য এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এসডিজি-১৬ এর সঙ্গে সামঞ্জস্য রেখে একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ অর্জনে সংবাদমাধ্যমগুলি কীভাবে ধর্মীয় বিশ্বাসের খবরগুলি আরও ভালোভাবে কভার করতে পারে সে সম্পর্কে ধারণা বৃদ্ধির জন্য এই আয়োজন। কর্মশালায় সহযোগিতা করে সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সি-ক্যাব) মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড ফেইথস ডেভেলপমেন্ট ডায়ালগ।

কর্মশালার মডারেটর ও সি-ক্যাবের কার্যনির্বাহী পরিচালক সৈয়দ জেইন আল মাহমুদ বলেন, ‘সাংবাদিকদের উচিত একটি পুরো ঘটনার সুষম কভারেজ প্রদান করা এবং এসডিজিকে কেন্দ্র করে সংবাদটি সঠিকভাবে প্রতিবেদন করা।’

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা বলেন, ‘শান্তি সাংবাদিকতা একটি দৃষ্টিভঙ্গি যা সংঘাতের ওপর গুরুত্ব না দিয়ে শান্তি প্রতিষ্ঠায় দৃষ্টি নিবদ্ধ করে।’ তিনি আরও বলেন, ‘অহিংস প্রতিক্রিয়াকে কভার করতে হবে।’

উল্লেখ্য, জর্জটাউন হল জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের একটি অলাভজনক প্রতিষ্ঠান যা ধর্ম ও বৈশ্বিক উন্নয়ন নিয়ে কাজ করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত