নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কারাবন্দী নেতা কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন হেফাজতের আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরী। আজ সোমবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজত আমীরের সভাপতিত্বে এই বৈঠকে কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারী এই খবর জানান।
কেফায়েতুল্লাহ জানান, বৈঠকে কারাবন্দী হেফাজত নেতা-কর্মীদের মুক্তি ও হেফাজতের নামে ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত হওয়া সব মামলা প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমীরে হেফাজতের পক্ষ থেকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।
বৈঠক প্রসঙ্গে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম সচিব মুহিউদ্দিন রাব্বানী আজকের পত্রিকাকে বলেন, এরই মধ্যে বেশির ভাগ নেতা কর্মীই মুক্তি পেয়েছেন। এখনো অন্তত অর্ধশত নেতা কর্মী কারাবন্দী রয়েছেন। তাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে শিগগির আবেদন করার দিন ক্ষণ ঠিক করা হবে।
এদিকে বৈঠকে আগামী ১৭ ডিসেম্বর রাজধানীতে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে জেলা কমিটি গঠন করতে হেফাজতের মহাসচিব সাজিদুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়। বৈঠকে কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটি সম্প্রসারণ এবং পুনঃবিন্যাস ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মুহিউদ্দীন রাব্বানী ও কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানীকে যুগ্ম সচিব করা হয়।
কারাবন্দী নেতা কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন হেফাজতের আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরী। আজ সোমবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজত আমীরের সভাপতিত্বে এই বৈঠকে কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারী এই খবর জানান।
কেফায়েতুল্লাহ জানান, বৈঠকে কারাবন্দী হেফাজত নেতা-কর্মীদের মুক্তি ও হেফাজতের নামে ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত হওয়া সব মামলা প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমীরে হেফাজতের পক্ষ থেকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।
বৈঠক প্রসঙ্গে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম সচিব মুহিউদ্দিন রাব্বানী আজকের পত্রিকাকে বলেন, এরই মধ্যে বেশির ভাগ নেতা কর্মীই মুক্তি পেয়েছেন। এখনো অন্তত অর্ধশত নেতা কর্মী কারাবন্দী রয়েছেন। তাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে শিগগির আবেদন করার দিন ক্ষণ ঠিক করা হবে।
এদিকে বৈঠকে আগামী ১৭ ডিসেম্বর রাজধানীতে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে জেলা কমিটি গঠন করতে হেফাজতের মহাসচিব সাজিদুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়। বৈঠকে কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটি সম্প্রসারণ এবং পুনঃবিন্যাস ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মুহিউদ্দীন রাব্বানী ও কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানীকে যুগ্ম সচিব করা হয়।
শফিকুর রহমান বলেন, ‘দুর্নীতি আমাদের সংস্কৃতি নয়, চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয়, দখলদারি আমাদের সংস্কৃতি নয়। যে দল তার কর্মীদের এভাবে গড়ে তুলতে পেরেছে, সেই দলের হাতে দেশ এলে ইনশা আল্লাহ দেশ গড়ে তুলতে পারবে। যে দল তার কর্মীদের সামাল দিতে পারছে না বা পারবে না, সে দলের হাতে বাংলাদেশের একজন মানুষও নিরাপদ
৭ ঘণ্টা আগেনাহিদ ইসলাম আরও বলেন, ‘আমাদের লড়াই শেষ হয়নি। আমাদের লড়াই মুজিববাদ ও ফ্যাসিবাদ বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই-আগস্টে শুরু করেছিলাম। আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম। সেই লড়াই এখনো শেষ হয়নি। কারণ, আমরা আমাদের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ পাইনি। জনগণের পাশে আমাদের আবারও দাঁড়াতে হবে। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের
৮ ঘণ্টা আগে‘আমরা খবর পাচ্ছি, যাঁরা এনসিপিতে যোগ দিতে চান, তাঁদের বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। ওপরে আল্লাহ, নিচে মাটি, জালিমের শাসনের কবর হয়েছে। এনসিপির কোনো নেতা-কর্মীর দিকে চোখ তুলে তাকাবেন না। আমরা গণতন্ত্র উত্তরণের জন্য একটি রাজনৈতিক দল। আরেকটি রাজনৈতিক দলকে সহযোগিতা করব। কিন্তু পরশ্রীকাতরতা ও হিংসার রাজনীত
৯ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে। ব্রাহ্মণবাড়িয়া সব সময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। এখানকার সাহসী সন্তানেরা বারবার রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন।
১০ ঘণ্টা আগে