উদার ও নির্বাচনভিত্তিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবনতি: ভি-ডেমের প্রতিবেদন
বৈশ্বিক শাসনব্যবস্থা নিয়ে গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী ১৭৯টি দেশের মধ্যে উদার গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৭তম। এ ছাড়া নির্বাচনভিত্তিক গণতন্ত্রের সূচকে ১৩১তম, লিবারেল কম্পোনেন্ট (উদারনৈতিক উপাদান) সূচকে ১৫৫তম, সমতার উপাদান সূচকে ১৬৫তম এবং অংশগ্রহণমূলক উপাদানে