ঢাবি প্রতিনিধি
জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর বলেছেন, ‘দেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না, ১০টি আসনও পাবে না।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদী শাসন, বাজারি শোষণ, লুণ্ঠন, দুর্নীতি, রাষ্ট্রীয় সন্ত্রাস ও সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের বিরুদ্ধে’ জাতীয় মুক্তি কাউন্সিল আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন।
বদরুদ্দীন উমর বলেন, ‘অনাচার, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের কারণে জনগণ ব্যাপকভাবে আন্দোলনে নামছেন না, কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না। এখানে যদি স্বাধীন এবং সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে ১৯৫৪ সালে মুসলিম লীগের যে অবস্থা হয়েছে, তার চেয়ে খারাপ হবে, মুসলিম লীগ উচ্ছেদ হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ ছিন্নবিচ্ছিন্ন হবে।
‘মুসলিম লীগ হারার পর তাদের কেউ মারতে আসেনি, এবারে আওয়ামী লীগ হারলে লোকজন চারদিক থেকে মারতে আরম্ভ করবে, পেটাতে আরম্ভ করবে। ১৯৭৫ সালে তারা (আওয়ামী লীগ) যেমন পালিয়েছিল, এবারেও তারা সঙ্গীহীন হবে। আওয়ামী লীগ হারার সঙ্গে সঙ্গে বিস্তর লোক এ দেশ থেকে পালানোর চেষ্টা করবে, বিদেশে পালিয়ে যাওয়ার জন্য ঘরবাড়ি তৈরি করে রেখেছে আওয়ামী লীগের হাজার হাজার নেতা। কিন্তু পালাতে দেবে না এ দেশের জনতা।’
বদরুদ্দীন উমর বলেন, ‘আওয়ামী লীগ শুধু পুলিশ-র্যাব দিয়ে জনগণের ওপর জুলুম করছে বিষয়টি এমন নয়, তাদের এখন ঠেকানো বাহিনী, ছাত্রলীগের গুন্ডাবাহিনী বড় আকারে সংগঠিত হয়েছে, তারা এখন বিপজ্জনক ব্যাপারে পরিণত হয়েছে।’
১৮ সালের নির্বাচনে দেশের সকল আমলাকে নিয়ে মিটিং করে এইচ টি ইমাম ২৫০ আসন পাওয়ার জন্য পুলিশ, র্যাব ও নির্বাচন কমিশনারের মাধ্যমে রাতের আঁধারে ভোটের আয়োজন করছিল, এই হলো শাসক দলের অবস্থা। এখন বাংলাদেশের অবস্থা ২০১৪ কিংবা ১৮ সালের মতো নেই, জনগণ ব্যাপকভাবে এখনো বিদ্রোহ করেননি, কিন্তু জনগণের ভেতরে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা ব্যাপকভাবে আছে, তারা এখন বিএনপির সঙ্গে দাঁড়াচ্ছে, বিরোধী দলের মধ্যে বিএনপি এখন সংগঠিত দল, বিএনপির চরিত্র যা-ই হোক তারা এখন বিরোধী দল হিসেবে খুব শক্তিশালী অবস্থানে রয়েছে, তাদের সমাবেশে লাখ লাখ লোক জড়ো হচ্ছে বলে মন্তব্য করেন বদরুদ্দীন উমর।
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম, সদস্য মজিবুর রহমান, ভুলন ভৌমিক, সজীব রায়, সাম্যবাদী আন্দোলনের সাধারণ সম্পাদক ডা. আবদুল হাকিম, লেখক শিবিরের সম্পাদক কাজী ইকবাল, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরাব, ছাত্র ফেডারেশনের (মুক্তি কাউন্সিল) সভাপতি মিতু সরকার, জয় ভীম ছাত্র-যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক হেমন্ত দাস প্রমুখ।
ফয়জুল হাকিম বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী এই সরকার জবাবদিহি থেকে সরে এসে সাম্রাজ্যবাদীদের পদলেহন করতে ব্যস্ত সময় পার করছে। আমরা যারা জনগণের রাষ্ট্র, জনগণের সরকার, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম করি, তাদের সংগঠনের অধীনে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। অতীতের সকল স্বৈরাচার সরকারকে ছাপিয়ে গত ১৪ বছরে শেখ হাসিনার সরকার দেশে গুমের রাজত্ব কায়েম করেছে।’
ফয়জুল হাকিম আরও বলেন, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে, বিনা দোষে আটক করে পুলিশি হেফাজতে নিয়ে মারধর করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এ দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। দ্রব্যমূল্যের লাগামহীন অবস্থা, বাজার করার অবস্থা মানুষের নেই, জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর বলেছেন, ‘দেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না, ১০টি আসনও পাবে না।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদী শাসন, বাজারি শোষণ, লুণ্ঠন, দুর্নীতি, রাষ্ট্রীয় সন্ত্রাস ও সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের বিরুদ্ধে’ জাতীয় মুক্তি কাউন্সিল আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন।
বদরুদ্দীন উমর বলেন, ‘অনাচার, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের কারণে জনগণ ব্যাপকভাবে আন্দোলনে নামছেন না, কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না। এখানে যদি স্বাধীন এবং সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে ১৯৫৪ সালে মুসলিম লীগের যে অবস্থা হয়েছে, তার চেয়ে খারাপ হবে, মুসলিম লীগ উচ্ছেদ হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ ছিন্নবিচ্ছিন্ন হবে।
‘মুসলিম লীগ হারার পর তাদের কেউ মারতে আসেনি, এবারে আওয়ামী লীগ হারলে লোকজন চারদিক থেকে মারতে আরম্ভ করবে, পেটাতে আরম্ভ করবে। ১৯৭৫ সালে তারা (আওয়ামী লীগ) যেমন পালিয়েছিল, এবারেও তারা সঙ্গীহীন হবে। আওয়ামী লীগ হারার সঙ্গে সঙ্গে বিস্তর লোক এ দেশ থেকে পালানোর চেষ্টা করবে, বিদেশে পালিয়ে যাওয়ার জন্য ঘরবাড়ি তৈরি করে রেখেছে আওয়ামী লীগের হাজার হাজার নেতা। কিন্তু পালাতে দেবে না এ দেশের জনতা।’
বদরুদ্দীন উমর বলেন, ‘আওয়ামী লীগ শুধু পুলিশ-র্যাব দিয়ে জনগণের ওপর জুলুম করছে বিষয়টি এমন নয়, তাদের এখন ঠেকানো বাহিনী, ছাত্রলীগের গুন্ডাবাহিনী বড় আকারে সংগঠিত হয়েছে, তারা এখন বিপজ্জনক ব্যাপারে পরিণত হয়েছে।’
১৮ সালের নির্বাচনে দেশের সকল আমলাকে নিয়ে মিটিং করে এইচ টি ইমাম ২৫০ আসন পাওয়ার জন্য পুলিশ, র্যাব ও নির্বাচন কমিশনারের মাধ্যমে রাতের আঁধারে ভোটের আয়োজন করছিল, এই হলো শাসক দলের অবস্থা। এখন বাংলাদেশের অবস্থা ২০১৪ কিংবা ১৮ সালের মতো নেই, জনগণ ব্যাপকভাবে এখনো বিদ্রোহ করেননি, কিন্তু জনগণের ভেতরে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা ব্যাপকভাবে আছে, তারা এখন বিএনপির সঙ্গে দাঁড়াচ্ছে, বিরোধী দলের মধ্যে বিএনপি এখন সংগঠিত দল, বিএনপির চরিত্র যা-ই হোক তারা এখন বিরোধী দল হিসেবে খুব শক্তিশালী অবস্থানে রয়েছে, তাদের সমাবেশে লাখ লাখ লোক জড়ো হচ্ছে বলে মন্তব্য করেন বদরুদ্দীন উমর।
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম, সদস্য মজিবুর রহমান, ভুলন ভৌমিক, সজীব রায়, সাম্যবাদী আন্দোলনের সাধারণ সম্পাদক ডা. আবদুল হাকিম, লেখক শিবিরের সম্পাদক কাজী ইকবাল, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরাব, ছাত্র ফেডারেশনের (মুক্তি কাউন্সিল) সভাপতি মিতু সরকার, জয় ভীম ছাত্র-যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক হেমন্ত দাস প্রমুখ।
ফয়জুল হাকিম বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী এই সরকার জবাবদিহি থেকে সরে এসে সাম্রাজ্যবাদীদের পদলেহন করতে ব্যস্ত সময় পার করছে। আমরা যারা জনগণের রাষ্ট্র, জনগণের সরকার, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম করি, তাদের সংগঠনের অধীনে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। অতীতের সকল স্বৈরাচার সরকারকে ছাপিয়ে গত ১৪ বছরে শেখ হাসিনার সরকার দেশে গুমের রাজত্ব কায়েম করেছে।’
ফয়জুল হাকিম আরও বলেন, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে, বিনা দোষে আটক করে পুলিশি হেফাজতে নিয়ে মারধর করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এ দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। দ্রব্যমূল্যের লাগামহীন অবস্থা, বাজার করার অবস্থা মানুষের নেই, জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।
সম্প্রতি এক সমাবেশে অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর হৃদ্যন্ত্রে পাঁচটি ব্লক ধরা পড়ে, যার মধ্যে কয়েকটি গুরুতর।
৩ ঘণ্টা আগেজাতীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডন বৈঠকের প্রতিশ্রুতি রাখবেন বলে প্রত্যাশা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনি লন্ডনে গিয়ে তারেক রহমানকে (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) এবং দেশবাসীকে কথা দিয়েছেন
১৬ ঘণ্টা আগেজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদ্যন্ত্রে আগামীকাল শনিবার সকালে অস্ত্রোপচার করা হবে। আজ শুক্রবার (১ আগস্ট) ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
১৮ ঘণ্টা আগেসামান্তা বলেন, জুলাই আন্দোলনে প্রত্যেকটা জেলায় মেয়েরা সামনে ছিলেন। কিন্তু এখনকার বাস্তবতা হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে সব কমিটিতে নারীদের খুব সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে। এর অংশ হিসেবে তাঁদের সাইবার বুলিং করা হচ্ছে; দেখানো হচ্ছে, মেয়েরা পলিটিকসে ‘অনিরাপদ’। মেয়েদের পরিবার
১৯ ঘণ্টা আগে