ঢাবি প্রতিনিধি
জনসংহতি সমিতি বর্তমান সময়ে শুধু প্রাসঙ্গিক দল নয়, আমাদের দেশের গণতান্ত্রিক ধারার উন্নয়নের জন্য একটি প্রাগ্রসর রাজনৈতিক দল। শুধু আঞ্চলিক দল হিসেবে না থেকে জাতীয় স্বার্থে কাজ করার জন্য মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
আজ বুধবার বিকেলে রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান মেনন বলেন, ‘পাহাড়ে অশান্তি সৃষ্টির কারণ হিসেবে জনসংহতি সমিতির দিকে আঙুল তোলা হয়, কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে ভিন্ন কথা। পাহাড়ে শান্তি সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে জনসংহতি সমিতি। পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি বাস্তবায়ন করার জন্য ২৫ বছর ধরে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই সমিতি।’
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য সাধুরাম ত্রিপুরার সভাপতিত্বে ও সংগঠনটির স্টাফ সদস্য মনিরা ত্রিপুরার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, লেখক সাংবাদিক আবু সাইদ খান, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসাধারণ সম্পাদক ডা. গজেন্দ্রনাথ মাহাতো প্রমুখ।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘পাহাড়ে জনগোষ্ঠীদের মাঝে বিভেদ তৈরি করার জন্য রাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন পক্ষ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। পাহাড়ি জনগোষ্ঠীদের মৌলিক অধিকারের জন্য লড়াইকে আমাদের জাতীয় রাজনীতি ও রাজনৈতিক দলগুলোর অন্যতম মৌলিক এজেন্ডা হিসেবে রাখা দরকার। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রয়োজন। তাঁদের স্বীকৃতির লড়াই আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত, আমাদের অগ্রগতির জন্য জড়িত।’
অধ্যাপক ড. মেসবাহ কামাল বলেন, ‘আদিবাসী এখন ভাশুরের নাম হয়ে গেছে, মুখে নেওয়া যাবে না। সংবিধানের একটি ধারায় আদিবাসীদের স্বীকৃতি দেওয়া হয়, অন্য একটি ধারা দিয়ে অস্বীকার করা হয়। এত দোটানা কেন! বহুজাতির মাধ্যমে বাঙালি জাতির সৃষ্টি, বাঙালিদের শেকড় খুঁজতে হলে আদিবাসীদের কাছে ফিরে যেতে হবে। সব ধরনের কাজে আদিবাসীদের অংশগ্রহণের সুযোগ প্রদান করা দরকার।’
আঞ্চলিক দলগুলো জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না, কে বলেছে বাংলাদেশে গণতন্ত্র আছে? প্রশ্ন তোলেন মেসবাহ কামাল।
মেসবাহ কামাল আরও বলেন, ‘বাংলাদেশে আঞ্চলিক দলগুলোকে জাতীয় রাজনীতিতে, জাতীয় নির্বাচনে অংশ গ্রহণের স্বাধীনতা দেওয়া হয় না। আঞ্চলিক দল থেকে ভারতে অনেকে প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু বাংলাদেশে সেই সুযোগ নেই। জনসংহতি সমিতি তরুণদের পড়ালেখার বিষয়ে গুরুত্ব দেয়, শিক্ষাকে রাজনৈতিক দায়িত্ব মনে করে। বাংলাদেশে শিক্ষাকে রাজনৈতিক দলের অন্যতম দায়িত্ব মনে করে এ রকম কোনো রাজনৈতিক দল নেই।’
জনসংহতি সমিতি না থাকলে পাহাড়ি জনগোষ্ঠীদের পাঁচ কিংবা সাত শতাংশের বেশি শিক্ষার হার হতো না বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুম লিটারেচার অ্যান্ড কালচারাল সোসাইটির জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভার শুরু হয়। আলোচনা সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন জনসংহতি সমিতির তথ্য ও প্রচার বিভাগের সদস্য দীপায়ন খীসা, ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক জগদীশ চাকমা।
জনসংহতি সমিতি বর্তমান সময়ে শুধু প্রাসঙ্গিক দল নয়, আমাদের দেশের গণতান্ত্রিক ধারার উন্নয়নের জন্য একটি প্রাগ্রসর রাজনৈতিক দল। শুধু আঞ্চলিক দল হিসেবে না থেকে জাতীয় স্বার্থে কাজ করার জন্য মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
আজ বুধবার বিকেলে রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান মেনন বলেন, ‘পাহাড়ে অশান্তি সৃষ্টির কারণ হিসেবে জনসংহতি সমিতির দিকে আঙুল তোলা হয়, কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে ভিন্ন কথা। পাহাড়ে শান্তি সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে জনসংহতি সমিতি। পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি বাস্তবায়ন করার জন্য ২৫ বছর ধরে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই সমিতি।’
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য সাধুরাম ত্রিপুরার সভাপতিত্বে ও সংগঠনটির স্টাফ সদস্য মনিরা ত্রিপুরার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, লেখক সাংবাদিক আবু সাইদ খান, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসাধারণ সম্পাদক ডা. গজেন্দ্রনাথ মাহাতো প্রমুখ।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘পাহাড়ে জনগোষ্ঠীদের মাঝে বিভেদ তৈরি করার জন্য রাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন পক্ষ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। পাহাড়ি জনগোষ্ঠীদের মৌলিক অধিকারের জন্য লড়াইকে আমাদের জাতীয় রাজনীতি ও রাজনৈতিক দলগুলোর অন্যতম মৌলিক এজেন্ডা হিসেবে রাখা দরকার। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রয়োজন। তাঁদের স্বীকৃতির লড়াই আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত, আমাদের অগ্রগতির জন্য জড়িত।’
অধ্যাপক ড. মেসবাহ কামাল বলেন, ‘আদিবাসী এখন ভাশুরের নাম হয়ে গেছে, মুখে নেওয়া যাবে না। সংবিধানের একটি ধারায় আদিবাসীদের স্বীকৃতি দেওয়া হয়, অন্য একটি ধারা দিয়ে অস্বীকার করা হয়। এত দোটানা কেন! বহুজাতির মাধ্যমে বাঙালি জাতির সৃষ্টি, বাঙালিদের শেকড় খুঁজতে হলে আদিবাসীদের কাছে ফিরে যেতে হবে। সব ধরনের কাজে আদিবাসীদের অংশগ্রহণের সুযোগ প্রদান করা দরকার।’
আঞ্চলিক দলগুলো জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না, কে বলেছে বাংলাদেশে গণতন্ত্র আছে? প্রশ্ন তোলেন মেসবাহ কামাল।
মেসবাহ কামাল আরও বলেন, ‘বাংলাদেশে আঞ্চলিক দলগুলোকে জাতীয় রাজনীতিতে, জাতীয় নির্বাচনে অংশ গ্রহণের স্বাধীনতা দেওয়া হয় না। আঞ্চলিক দল থেকে ভারতে অনেকে প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু বাংলাদেশে সেই সুযোগ নেই। জনসংহতি সমিতি তরুণদের পড়ালেখার বিষয়ে গুরুত্ব দেয়, শিক্ষাকে রাজনৈতিক দায়িত্ব মনে করে। বাংলাদেশে শিক্ষাকে রাজনৈতিক দলের অন্যতম দায়িত্ব মনে করে এ রকম কোনো রাজনৈতিক দল নেই।’
জনসংহতি সমিতি না থাকলে পাহাড়ি জনগোষ্ঠীদের পাঁচ কিংবা সাত শতাংশের বেশি শিক্ষার হার হতো না বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুম লিটারেচার অ্যান্ড কালচারাল সোসাইটির জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভার শুরু হয়। আলোচনা সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন জনসংহতি সমিতির তথ্য ও প্রচার বিভাগের সদস্য দীপায়ন খীসা, ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক জগদীশ চাকমা।
১ থেকে ৫ ফেব্রুয়ারি আছে প্রচারপত্র বিলি; ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক...
৩৪ মিনিট আগেগণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতা নতুন দল গঠন করতে যাচ্ছে। এ নিয়ে আলোচনা রাজনৈতিক অঙ্গনসহ দেশের সবখানে। উদ্যোক্তারা বলছেন, সব ঠিক থাকলে চলতি মাসের শেষার্ধেই আত্মপ্রকাশ করবে নতুন দল। নাম-প্রতীক এখনো চূড়ান্ত হয়নি। তবে নাম যা-ই হোক, দলটির আদর্শ হবে ‘মধ্যম পন্থা’। চূড়ান্ত ডান বা বাম—কোনো দিকেই...
৩ ঘণ্টা আগেকুমিল্লায় যৌথ বাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে তৌহিদুর রহমানের লাশ পেয়েছে তাঁর পরিবার। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টায় তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। তবে কখন তাঁর মৃত্যু হয়েছে সে তথ্য জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর তথ্য জানিয়েছেন তাঁর ভাই আবুল কালাম।
৪ ঘণ্টা আগেপতিত আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুন, হত্যা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধসহ সব ধরনের নির্যাতন-নিপীড়ন এবং লুণ্ঠনের অপরাধের দ্রুত বিচারের অভিপ্রায়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির বৈঠকে ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে। ঘোষণাপত্রে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার পাশাপ
১১ ঘণ্টা আগে