চরপাড়ায় পালিয়ে বেড়াচ্ছেন আসামিরা, খেতেই নষ্ট ফসল
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের চরপাড়া গ্রামের মো. সেলিম (৪৫) হত্যাকাণ্ডের পর গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে আসামিসহ প্রতিপক্ষ। ফলে মামলার ২৯ আসামিসহ তাঁদের পক্ষের লোকজন বাড়িছাড়া হওয়ায় খেতে নষ্ট হচ্ছে পাট, সবজিসহ কোটি টাকার ফসল।