Ajker Patrika

শিক্ষক-সংকট নিরসন চেয়ে আন্দোলনে অভিভাবকেরা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১২: ০১
শিক্ষক-সংকট নিরসন চেয়ে আন্দোলনে অভিভাবকেরা

বাগেরহাটের চিতলমারী উপজেলার ৫৯ নম্বর পশ্চিম কীর্ত্তনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-সংকট থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। এতে প্রায়ই পাঠদানে শেণিকক্ষে যান চতুর্থ শ্রেণির কর্মচারী (দপ্তরি) মিলন কান্তি হালদার। শিক্ষক-সংকটের প্রতিবাদে অভিভাবক ও এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

মানববন্ধনে তাঁরা অভিযোগ করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধবী রানি মজুমদার ব্যক্তিগত প্রয়োজনে ২০১৫ সালে খুলনার একটি বিদ্যালয়ে ডেপুটেশনে (সংযুক্তিতে) যান। গত ৭ বছর ধরে তিনি সেখানে রয়েছেন। এতে বিদ্যালয়ে শিক্ষক-সংকটের কারণে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। তাই বাধ্য হয়ে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (দপ্তরি) মিলন কান্তি হালদার পাঠদান করে থাকেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া অভিভাবক ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শিক্ষকের অভাবে ঠিকমতো ক্লাস হচ্ছে না। আমরা দ্রুত স্কুলে একজন শিক্ষক চাই।’

৫৯ নম্বর পশ্চিম কীর্ত্তনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়ন্তী রানি মুখার্জি বলেন, ‘আমাদের স্কুলটি ৪ পোস্টের। একজন শিক্ষিকা ডেপুটেশনে। আমাকে স্কুলের কাজে প্রায়ই ব্যস্ত থাকতে হয়। তাই শিক্ষক-সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে।’

এ ব্যাপারে শিক্ষিকা মাধবী রানি মজুমদার মুঠোফোনে বলেন, ‘মন্ত্রণালয়ে অনুমতি সাপেক্ষে আমি খুলনার বৈকালী সি এস বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত (ডেপুটেশনে) আছি। এখানে আমি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করাচ্ছি। কর্তৃপক্ষ অনুমতি দিলে আমি শিগগিরই সংশ্লিষ্ট স্কুলে যোগদান করব।’

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মকর্তা মিলন কান্তি হালদার বলেন, ‘শিক্ষক না থাকায় ছাত্র-ছাত্রীরা মাঠে বিশৃংখল হয়ে পড়ে। তাই আমি ১ম থেকে ৩য় শ্রেণি পর্যন্ত ক্লাস নিয়ে থাকি। স্কুল কমিটির অনুমতি নিয়েই আমি ক্লাস নিই।’

এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত