অনাবৃষ্টি-বিদ্যুৎবিভ্রাটে নিরুপায় আমন চাষি
আষাঢ়-শ্রাবণ মিলে বর্ষাকাল। বাংলা পঞ্জিকা অনুযায়ী বর্ষা শেষ হতে আর মাত্র ১৫ দিন বাকি। এ সময়ে বৃষ্টির পানিতে থই থই করে খাল-বিল, ডোবা, নদী-নালা। কিন্তু এবার অনাবৃষ্টিতে প্রকৃতির চিরাচরিত সেই নিয়ম পাল্টে গেছে। আষাঢ় শেষে শ্রাবণ পার হতে চললেও কোথাও পানির দেখা নেই। খরায় মাঠ-ঘাট খাঁ খাঁ করছে। প্রকৃতির এ বৈর