ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কফিল উদ্দিন ও আজিম মুন্সী হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই মামলায় আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের জেলা অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ মামলার রায় ঘোষণা করেন।
২০০৯ সালের ১৫ এপ্রিল শৈলকুপা উপজেলার বৃত্তিদেবী রাজনগর গ্রামে হালখাতার চিঠি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ওই গ্রামের কফিল উদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে একই গ্রামের আজিম মুন্সীকেও কুপিয়ে জখম করা হয়। তাঁদের মধ্যে কপিল উদ্দিন ঘটনাস্থলেই এবং আজিম মুন্সী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
মামলার আসামি কুদ্দুস মিয়া, কোবা মোল্লা, রইচ উদ্দিন ও বাচ্চু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দুজনকে তিন বছর এবং নয়জনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্তরা হলেন বৃত্তিদেবী রাজনগর গ্রামের লিক্সন হোসেন, জিকু মিয়া, কলম হোসেন, আবুল বাশাল ওরফে দরপন, রবিউল ইসলাম রবি, আলম মিয়া, হাবিবুল ইসলাম, ইকমাল মিয়া, মতি, তরুন মোল্লা, সাচ্চু হোসেন। মামলার বাকি ৫ আসামিকে খালাস দেওয়া হয়।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার বৃত্তিদেবী রাজনগর গ্রামে হালখাতার চিঠি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ওই গ্রামের কফিল উদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ। তাঁকে বাঁচাতে এলে একই গ্রামের আজিম মুন্সীকেও কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই কপিল উদ্দিন ও হাসপাতালে নেওয়ার পথে আজিম মুন্সী মারা যান। এ ঘটনায় কপিল উদ্দিনের ভাগনে হাবিবুর রহমান ১৭ জনকে আসামি করে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১০ সালের ৮ জুলাই পুলিশ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বাদী নারাজি পিটিশন দিলে জুডিশিয়াল তদন্ত শেষে তিনজনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
মামলায় চারজনের যাবজ্জীবনসহ ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং চারজনকে খালাস দেন আদালত। আরেক আসামি মারা যাওয়ায় তাঁকে মামলা থেকে বাদ দেওয়া হয়।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কফিল উদ্দিন ও আজিম মুন্সী হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই মামলায় আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের জেলা অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ মামলার রায় ঘোষণা করেন।
২০০৯ সালের ১৫ এপ্রিল শৈলকুপা উপজেলার বৃত্তিদেবী রাজনগর গ্রামে হালখাতার চিঠি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ওই গ্রামের কফিল উদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে একই গ্রামের আজিম মুন্সীকেও কুপিয়ে জখম করা হয়। তাঁদের মধ্যে কপিল উদ্দিন ঘটনাস্থলেই এবং আজিম মুন্সী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
মামলার আসামি কুদ্দুস মিয়া, কোবা মোল্লা, রইচ উদ্দিন ও বাচ্চু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দুজনকে তিন বছর এবং নয়জনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্তরা হলেন বৃত্তিদেবী রাজনগর গ্রামের লিক্সন হোসেন, জিকু মিয়া, কলম হোসেন, আবুল বাশাল ওরফে দরপন, রবিউল ইসলাম রবি, আলম মিয়া, হাবিবুল ইসলাম, ইকমাল মিয়া, মতি, তরুন মোল্লা, সাচ্চু হোসেন। মামলার বাকি ৫ আসামিকে খালাস দেওয়া হয়।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার বৃত্তিদেবী রাজনগর গ্রামে হালখাতার চিঠি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ওই গ্রামের কফিল উদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ। তাঁকে বাঁচাতে এলে একই গ্রামের আজিম মুন্সীকেও কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই কপিল উদ্দিন ও হাসপাতালে নেওয়ার পথে আজিম মুন্সী মারা যান। এ ঘটনায় কপিল উদ্দিনের ভাগনে হাবিবুর রহমান ১৭ জনকে আসামি করে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১০ সালের ৮ জুলাই পুলিশ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বাদী নারাজি পিটিশন দিলে জুডিশিয়াল তদন্ত শেষে তিনজনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
মামলায় চারজনের যাবজ্জীবনসহ ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং চারজনকে খালাস দেন আদালত। আরেক আসামি মারা যাওয়ায় তাঁকে মামলা থেকে বাদ দেওয়া হয়।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
১৩ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫