জোড়াতালির কাঠের সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার
ডুমুরিয়ায় ভদ্রা নদীর ওপর নির্মিত শোভনা-ভদ্রদিয়া কাঠের সেতুটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে সাধারণ মানুষ। এতে যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে শোভনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বলছেন, অতি দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।