Ajker Patrika

কয়রায় বেহাল ৯ কিমি সড়ক ঝাঁকুনি-ধুলায় অতিষ্ঠ মানুষ

কামাল হোসেন, কয়রা
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৬: ৩৬
Thumbnail image

কয়রা সদর থেকে কাশির হাটখোলা খেয়াঘাট পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তা দিয়ে চলতে হয় নাক-মুখ ঢেকে। রাস্তা দিয়ে মোটরসাইকেল, ইঞ্জিন ভ্যান ও ট্রলি চলাচল করলে ধুলোয় একাকার হয়ে যায়। কিছুই দেখা যায় না। ভাঙাচোরা সড়কে ঝাঁকুনি সহ্য করে গন্তব্যে যেতে হয় লোকজনকে।

কাশিরহাট সড়কের পাশের বাসিন্দারা বলেছেন, যানবাহন চলার সময় দরজা-জানালা বন্ধ করেও ঘরে থাকা যায় না। তখন নাকেমুখে কাপড় গুঁজে দিয়ে থাকতে হয়। গাড়ির শব্দ শুনলে ঘরের ফাঁকা জায়গায় চলে যেতে হয়। অবস্থা বর্তমানে এতটাই শোচনীয় রূপ নিয়েছে যে সড়কের অবস্থা দেখে বোঝার উপায় নেই এতে একসময় পিচ ঢালাই ছিল। ভাঙাচোরা সড়কে ঝাঁকুনি মোকাবিলা করে গন্তব্যে যেতে হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়রা উপজেলা সদর হতে বেদকাশী কাছারীবাড়ি হয়ে কাশির হাটখোলা খেয়াঘাট পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের এ রাস্তাটি প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ। সড়কটির পিচের আস্তরণ উঠে গেছে। ধুলাবালু উড়ছে চারদিকে। আশপাশের ঘর-বাড়ি, দোকান আর গাছপালাও লাল ধুলায় ছেয়ে গেছে। সম্পূর্ণ রাস্তাজুড়ে ছোট বড় গর্ত। সড়কের বেশির ভাগ জায়গায় গর্তের গভীরতা এত বড় যে ছোট-বড় যেকোনো ধরনের গাড়ি উল্টে যেতে পারে যেকোনো সময়। দুর্ঘটনার ভয়ে যানবাহন ধীরে ধীরে যাতায়াত করছে।

জনদুর্ভোগ দেখে স্থানীয়দের প্রশ্ন, রাস্তাটি সংস্কারের দায়িত্ব কার? অথচ কয়রা ও পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলার মানুষ কয়রা উপজেলা সদর ও খুলনা জেলা সদরে যাতায়াতের জন্য এটাই একমাত্র রাস্তা। দক্ষিণ বেদকাশী ও উত্তর বেদকাশীর পুলিশ ক্যাম্প, ফরেস্ট অফিস, কাস্টমস অফিস, ওয়াপদা অফিসে যাতায়াতেও এটাই একমাত্র রাস্তা। প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছোট-ছোট ছেলে-মেয়েরা এ পথ দিয়ে স্কুলে যাতায়াত করে।

এ ছাড়া প্রতিদিন কয়েক হাজার মানুষ এ পথ দিয়ে উপজেলা সদর তথা জেলা সদর খুলনায় যাতায়াত করে। গুরুত্বপূর্ণ এ রাস্তাটি গত বর্ষাকাল শুরুর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামতের উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত মেরামত কাজে হাত দেওয়া সম্ভব হয়নি। ফলে উত্তর ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৫০ হাজার মানুষ রাস্তাটি নিয়ে উদ্বিগ্ন।

কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম রাস্তাটির সংস্কার জরুরি উল্লেখ করে বলেন, এই রাস্তার টেন্ডার ও ওয়ার্কঅর্ডার সম্পন্ন হয়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজও শুরু করেছিল। কিন্তু ঘূর্ণিঝড় আম্পানের কারণে সবকিছু আবার নষ্ট হয়ে যায়। পুনরায় রাস্তার কাজটি শুরু করার জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত