Ajker Patrika

২৫ কোটি টাকার পেঁয়াজবীজ উৎপাদনের আশা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১১: ৫৬
Thumbnail image

বীজের চাহিদা ও আশানুরূপ দাম পাওয়ার কারণে মাগুরার মহম্মদপুর উপজেলায় পেঁয়াজবীজ উৎপাদনে ঝুঁকেছেন কৃষক। উপজেলার আটটি ইউনিয়নের প্রায় দেড় হাজার কৃষক দেড় হাজার বিঘা জমিতে পেঁয়াজবীজ উৎপাদন করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে উচ্চ ফলনশীল গালতীর, নীলতীর, হাইব্রিড, বাড়ি-০১ এবং নাসিক-এন-৫৩ জাতের পেঁয়াজ বীজ উৎপাদনে কৃষক নিরস্তর পরিশ্রম করছেন। জমি কর্ষণ (চাষ) দেওয়ার পর পেঁয়াজ রোপণ সময়মতো সেচ দেওয়া সার এবং কীটনাশক প্রয়োগের কারণে বীজের ভালো পাবেন বলে আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।

কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য অনুকূল আবহাওয়ার পাশাপাশি কৃষকের নিবিড় পরিচর্যার ফলে বীজের ভালো ফলন আশা করা হচ্ছে। প্রতি বিঘা জমি থেকে ৮০ থেকে ৮৫ কেজি বীজ পাওয়া যাবে। ওই হিসেব অনুযায়ী দেড় হাজার বিঘা জমি থেকে এক লাখ ২০ হাজার কেজি থেকে এক লাখ ৩০ হাজার কেজি বীজ উৎপাদন হবে। প্রতি কেজি বীজের দাম ২ হাজার টাকা দরে হিসেব করলে প্রায় ২৫ কোটি টাকার বীজ উৎপাদন হবে। প্রতি বিঘা জমিতে গড় খরচ হয় ৩০ হাজার থেকে ৩২ হাজার টাকা। প্রতি বিঘায় এক লাখ ৬০ হাজার টাকার বীজ পাওয়া যাবে। প্রতি বিঘা জমি থেকে কৃষকের লাভের অঙ্ক থাকবে এক লাখ ৩০ হাজার টাকা। ওই হিসেব অনুযায়ী দেড় হাজার বিঘা জমি থেকে দেড় হাজার কৃষকের লাভ থাকবে ১৯ কোটি টাকারও বেশি।

উপজেলা সদরের পূর্বনারায়ণপুর গ্রামের কৃষক রাজীবুল ইসলাম খবির বলেন, ‘এবার পেঁয়াজবীজ ভালো হয়েছে। আশানুরূপ লাভবান হব বলে আশা করছি।’

উপজেলার চরপাড়া গ্রামের কৃষক লাখু মোল্যা বলেন, ‘বীজের ভালো ফলন এবং ভালো দাম পাবো। পেঁয়াজ বীজের উচ্চমূল্য এবং এটি লাভজনক ফসল হওয়ায় দিনদিন বীজের চাষে ঝুঁকছেন তিনি। তা ছাড়া বীজের চাষ করে খেত থেকে যে পেঁয়াজ পান, তা থেকে বীজ চাষের খরচ উঠে আসে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান বলেন, ‘চলতি মৌসুমে কৃষক পেঁয়াজ বীজের ভালো ফলন পাবেন। উৎপাদিত এ বীজ বিক্রি করে কৃষক এবার অধিক লাভবান হবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত