Ajker Patrika

রোহান হত্যা মামলার দুই আসামি ঢাকায় গ্রেপ্তার

ফুলতলা প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১১: ১১
Thumbnail image

ফুলতলা উপজেলার এম এম কলেজের ছাত্র সৈয়দ আলিফ রোহান হত্যায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত মঙ্গলবার ঢাকার আশুলিয়া থানার গাজীর চট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ফুলতলা ইউনিয়নের তাঁজপুর এলাকার জাহাঙ্গীর মোড়লের পুত্র তাছিন মোড়ল (১৮) ও একই এলাকার সালাম ফরাজির পুত্র সাব্বির ফরাজি (২২)।

সিআইডি সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সময় নারীকে উত্ত্যক্ত ও হট্টগোলের প্রতিবাদ করায় রোহানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে রোহানের বাবা। এর আগে এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

এ ব্যাপারে বিস্তারিত জানাতে গতকাল বুধবার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তধর বলেন, ঘটনাটি দেশজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করলে সিআইডি ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে সংগৃহীত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী তাছিন ও সাব্বিরসহ কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর সিআইডির এলআইসির একটি চৌকস দল ঢাকার আশুলিয়া থানার গাজীর চট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছেন।

সিআইডি জানায়, ফুলতলার পায়গ্রাম কসবা এলাকার বাসিন্দা রোহানের বাড়ির পাশে ‘রহমানিয়া এলিমেন্টারি স্কুলে’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান চলছিল। এই মামলার আসামিরা ওই অনুষ্ঠানে গিয়ে মেয়েদের উত্ত্যক্ত করাসহ হট্টগোল করতে থাকলে রোহান এলাকার অন্য ছেলেদের নিয়ে তার প্রতিবাদ করেন।

এর ধারাবাহিকতায় তাছিন, সাব্বির ও শান্ত গাজীসহ অন্যরা রোহানকে দেখে নেওয়ার হুমকি দেয়। গত ৩১ মার্চ সকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা রোহানকে এম এম কলেজ মাঠে ছুরিকাঘাত করে হত্যা করে। সাব্বিরের হুকুমে তাছিন হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রোহানের বুকের ডান পাশে আঘাত করে। অন্যরাও বিভিন্নভাবে তাকে আঘাত করে। একপর্যায়ে মৃত্যু নিশ্চিত করতে তাকে গলা চেপে ধরে ক্যাম্পাসে ফেলে রেখে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তরের পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, রোহান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তাছিন ও সাব্বিরকে সিআইডির হেড কোয়ার্টারের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আলামত উদ্ধার করা হবে।

এদিকে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির জরুরি সভায় এসএসসি পরীক্ষার্থী তাছিন মোড়লকে এ ঘটনার আসামি হওয়ায় বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে বলে অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী জানিয়েছেন। ফুলতলা এম এম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহানের আত্মার মাগফিরাত কামনায় গতকাল বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত