পুত্রশোকে পাথর হয়ে গেছেন বেনু বেগম
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ষাটোর্ধ্ব বেনু বেগম পুত্রশোকে পাথর হয়ে গেছেন। চোখের জল, বুকফাটা কান্না—সবই যেন ফুরিয়ে গেছে তাঁর। ছেলে পলাশের ছবি বুকে চেপে মাঝে মাঝে ডুকরে কেঁদে উঠছেন। বিলাপ করে বলছেন, ‘আমার অসুখের খবর হুইনা বাড়ি আবার নইছাল। পোলা আইল। লাশ অইয়া। মিরপুরে গন্ডগোলে কেরা যে আমার পোলাডারে গুলি