Ajker Patrika

র‍্যাপার হান্নানের মুক্তির দাবিতে তারকারা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৮: ৫৭
Thumbnail image

কোটা সংস্কার আন্দোলন নিয়ে গান তৈরি করা র‍্যাপার হান্নান হোসাইন শিমুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। গ্রেপ্তার ও রিমান্ডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে হান্নানের ব্যান্ড স্নেয়ার বিটের ফেসবুক পেজ থেকেও। সেখানে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ভুইগড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হান্নানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর শিল্পীর মুক্তির দাবি তুলেছেন শোবিজ তারকারা। গান করার দায়ে শিল্পীকে গ্রেপ্তারের নিন্দা জানানোর পাশাপাশি হান্নানের মুক্তির দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁরা।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লেখেন, ‘আওয়াজ উডা, বাংলাদেশ, গণহত্যার বিচার চাই! আওয়াজ উডা, বাংলাদেশ, পরিবর্তন চাই! আওয়াজ উডা বাংলাদেশ! আওয়াজ উডা গান গাওয়ার জন্য শিল্পীকে গ্রেপ্তার করল তারা। ঠিক আছে, এখন আমরা সবাই গাইছি, আওয়াজ উডা।’

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘এভাবে কেউ কোনো দিন কণ্ঠরোধ করে সফল হয় নাই। ইতিহাসের শিক্ষা নিন, গায়ক হান্নানকে মুক্তি দিন।’

সোনার বাংলা সার্কাস ব্যান্ডের ভোকাল প্রবর রিপন লিখেছেন, ‘গায়ককে বন্দী করা যায়, গানকে নয়, কেননা তা ইতিমধ্যে ছড়িয়ে গেছে হাওয়ায়। র‍্যাপার হান্নানের মুক্তি চাই।’

হান্নানের গ্রেপ্তারের খবর শেয়ার করে সংগীতশিল্পী জেফার লিখেছেন, ‘কিসের জন্য রিমান্ড’।

সংগীতশিল্পী আহমেদ হাসান সানি লেখেন, ‘আপনি একজন শিল্পীকে গ্রেপ্তার করতে পারেন না। একজন বিপ্লবীকে ছেড়ে দিন।’

অভিনেতা খায়রুল বাসার লেখেন, ‘বুকে কালকে মেডেল ঝুলবো এই বুকে আইজকা গুলি ক্যা? একজন গায়ক! আওয়াজ তোলায় গ্রেপ্তার এবং রিমান্ড! একজন হান্নান ৭১ থেকে ২৪ হয়ে নতুন ৭১ এর ইঙ্গিত দিচ্ছে। তাই হচ্ছে না? হানা দিয়ে হান্নানদের আওয়াজ কোনো দিন থামে নাই। এসব বন্ধ করেন, সমাধানের দিকে আগান, ন্যায্যতার সঙ্গে মিলমিশ করেন। বোকার মতো এই আওয়াজের গলা চেপে ধরবেন না। এ আওয়াজ পলিউশন না ইলিউশন! এই আওয়াজ বড় সংক্রামক।’

হান্নান হোসাইন শিমুলঅভিনেতা সোহেল মণ্ডল লেখেন, ‘আপনি গান লিখতে, গাইতে পারবেন না, সিনেমা বানাতে পারবেন না, কবিতা লিখতে পারবেন না...আপনার ন্যারেটিভের সঙ্গে না মিললে জেল-জুলুম করবেন...অধিকারের কথা, দাবি দাওয়া তুললে আপনাকে গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকতে হবে! রাজাকার ট্যাগ দিয়ে চেতনার আস্ফালন করবেন, এইটা কোন চেতনা কেউ একটু বুঝিয়ে দিয়েন। যারা এখনো চেতনা দণ্ড নিয়া পুলিশিং করছেন, একটু ভাবেন।’ নিজের পোস্ট নিয়ে সোহেল বলেন, ‘একজন শিল্পী গান গাইতে পারবেন না, গান গাওয়ার অপরাধে তাঁকে রিমান্ডে নিয়ে যাবেন, এটা তো একটা স্বাধীন দেশে হতে পারে না। হান্নানের মুক্তির দাবি জানিয়েই আমি এই পোস্ট দিয়েছি।’

ইমতিয়াজ বর্ষণ লেখেন, ‘গান গেয়ে জেলে যেতে হয় এখন। আগুনঝরা প্রতিবাদী র‍্যাপ গানগুলো শুনে দেখুন।’

হান্নানকে রিমান্ডে নেওয়ার নিউজ লিংক শেয়ার করে অভিনেত্রী তানজিকা আমিন লেখেন, ‘এটার শেষ কোথায়?’

এ ছাড়া শিল্পী হান্নানের মুক্তির দাবিতে নিউজ লিংক শেয়ার করে ‘ফ্রি হান্নান’ হ্যাশট্যাগ দিয়েছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি, কণ্ঠশিল্পী শামীম হাসান, ইমন চৌধুরীসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত