আনোয়ার সাদাৎ ইমরান, টাঙ্গাইল
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ষাটোর্ধ্ব বেনু বেগম পুত্রশোকে পাথর হয়ে গেছেন। চোখের জল, বুকফাটা কান্না—সবই যেন ফুরিয়ে গেছে তাঁর। ছেলে পলাশের ছবি বুকে চেপে মাঝে মাঝে ডুকরে কেঁদে উঠছেন। বিলাপ করে বলছেন, ‘আমার অসুখের খবর হুইনা বাড়ি আবার নইছাল। পোলা আইল। লাশ অইয়া। মিরপুরে গন্ডগোলে কেরা যে আমার পোলাডারে গুলি কইরা মারল তা আল্লায় জানে।’
পলাশের পুরো নাম ফিরোজ তালুকদার পলাশ (৩৮)। বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দি গ্রামে। তিনি ঢাকার মিরপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। স্ত্রী রেশমা আর একমাত্র মেয়ে রাইকাকে (৬) নিয়ে সাত বছর ধরে মিরপুরেই বসবাস করেন। ১৯ জুলাই ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। পলাশ দুই ভাইয়ের মধ্যে বড়। ভূঞাপুর পৌরসভার ওয়ার্ড বিএনপির নেতা হিসেবেও পরিচিতি আছে তাঁর। এদিকে পাঁচ মাস আগে পলাশের বাবা ক্ষুদ্র ব্যবসায়ী ছোহরাব হোসেন তালুকদার মারা যান। তার পর থেকেই পলাশ প্রতি শুক্রবার বাড়ি এসে মাকে দেখে যেতেন।
পলাশের মা বেনু বেগম বলেন, ‘শুক্রবার সকালে আমার সঙ্গে পলাশের মোবাইল ফোনে কথা হয়। আমার শরীরের দুর্বলতার কথা শুনে আমাকে দুইটা ডিম সিদ্ধ করে খেতে বলে। আধঘণ্টা পরে আবার ফোন করে ডিম খেয়েছি কি না, সেই খবর নেয়। তার পরও বলে, মা আমি আজই আসতাছি। এই কথাগুলোই ছিল পলাশের সঙ্গে আমার জীবনের শেষ কথা।’
পলাশের দাদা জসিম উদ্দিন তালুকদার বলেন, পলাশের বাবা ছোহরাব আলী তালুকদার মারা যাওয়ার পর পলাশের মা মানসিকভাবে ভেঙে পড়েন। এরই মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন বড় ছেলে।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ষাটোর্ধ্ব বেনু বেগম পুত্রশোকে পাথর হয়ে গেছেন। চোখের জল, বুকফাটা কান্না—সবই যেন ফুরিয়ে গেছে তাঁর। ছেলে পলাশের ছবি বুকে চেপে মাঝে মাঝে ডুকরে কেঁদে উঠছেন। বিলাপ করে বলছেন, ‘আমার অসুখের খবর হুইনা বাড়ি আবার নইছাল। পোলা আইল। লাশ অইয়া। মিরপুরে গন্ডগোলে কেরা যে আমার পোলাডারে গুলি কইরা মারল তা আল্লায় জানে।’
পলাশের পুরো নাম ফিরোজ তালুকদার পলাশ (৩৮)। বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দি গ্রামে। তিনি ঢাকার মিরপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। স্ত্রী রেশমা আর একমাত্র মেয়ে রাইকাকে (৬) নিয়ে সাত বছর ধরে মিরপুরেই বসবাস করেন। ১৯ জুলাই ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। পলাশ দুই ভাইয়ের মধ্যে বড়। ভূঞাপুর পৌরসভার ওয়ার্ড বিএনপির নেতা হিসেবেও পরিচিতি আছে তাঁর। এদিকে পাঁচ মাস আগে পলাশের বাবা ক্ষুদ্র ব্যবসায়ী ছোহরাব হোসেন তালুকদার মারা যান। তার পর থেকেই পলাশ প্রতি শুক্রবার বাড়ি এসে মাকে দেখে যেতেন।
পলাশের মা বেনু বেগম বলেন, ‘শুক্রবার সকালে আমার সঙ্গে পলাশের মোবাইল ফোনে কথা হয়। আমার শরীরের দুর্বলতার কথা শুনে আমাকে দুইটা ডিম সিদ্ধ করে খেতে বলে। আধঘণ্টা পরে আবার ফোন করে ডিম খেয়েছি কি না, সেই খবর নেয়। তার পরও বলে, মা আমি আজই আসতাছি। এই কথাগুলোই ছিল পলাশের সঙ্গে আমার জীবনের শেষ কথা।’
পলাশের দাদা জসিম উদ্দিন তালুকদার বলেন, পলাশের বাবা ছোহরাব আলী তালুকদার মারা যাওয়ার পর পলাশের মা মানসিকভাবে ভেঙে পড়েন। এরই মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন বড় ছেলে।
বিগত সরকারের একজন দলীয় সেক্রেটারি ছিলেন নোয়াখালীর। সে অর্থে নোয়াখালীতে কোনো উন্নয়ন হয়নি। তবে ভবিষ্যতে যদি এনসিপি কখনো সরকার গঠন করে, তাহলে উন্নয়নের প্রথম ইট নোয়াখালীতে গাঁথা হবে।
৪ মিনিট আগেমুন্সিগঞ্জের লৌহজং উপজেলার তালতলা-ডহুরী খালে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ঘাসভোগ এলাকায় স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ঘাসভোগের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
৭ মিনিট আগেপঞ্চগড়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যে করা ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলার আসামির সংখ্যা ছিল তিন হাজারেরও বেশি। আদালতের রায় অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিরা এখন সম্পূর্ণভাবে মুক্ত। এর ফলে আসামিদের পরিবারে স্বস্তি ফিরেছে।
১০ মিনিট আগে‘ফাতেমা আমাদের কলিজার টুকরা ছিল। ছোটবেলা থেকে ঢাকায় থাকত, মায়ের সঙ্গে। আমাদের সবার ইচ্ছে ছিল, বড় হয়ে সে চিকিৎসক হবে। সব আশা আর স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেল।’ এভাবেই বিলাপ করছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ফাতেমা আক্তার আনিশার (৯) চাচি মুক্তা বেগম। অদূরেই ভাগনে ওসমানকে কোলে
১৪ মিনিট আগে