এই জয় ইউক্রেনের বীর সেনাদের
ওলেক্সান্দার জিনচঙ্কো এখন আর কিছুতেই যেন নিজের আবেগ ধরে রাখতে পারেন না। সংবাদ সম্মেলনে দেশ ইউক্রেন নিয়ে কথা বলতেই নিজে কাঁদেন, কাঁদান অন্যদেরও। দেশ যখন রাশিয়ার ছোড়া বোমা বিধ্বস্ত হচ্ছে, সৈনিকেরা মরছে দলে দলে তখন ফুটবলাররা খেলে টাকা কামিয়ে বেড়ান এমন সব অভিযোগ জিনচেঙ্কোদের শুনতে হচ্ছে অহরহ।