Ajker Patrika

আমাদের দিকে সবার বাড়তি মনোযোগ

নাজিম আল শমষের
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৬: ৩৪
আমাদের দিকে সবার বাড়তি মনোযোগ

প্রশ্ন: মৌসুমের শুরুতে স্বাধীনতা কাপের শিরোপা হারানো, ফেডারেশন কাপে না খেলা, এরপর লিগের প্রথম ম্যাচে হার। বসুন্ধরার কাছে এবারের লিগ কতটা কঠিন ছিল?
অস্কার ব্রুজোন: আগের দুই লিগের চেয়ে এবারের মৌসুমটা খুবই কঠিন ছিল। তবে আমরা আশা হারাইনি। কঠোর পরিশ্রম করেছি। আমাদের লক্ষ্যই ছিল বিপিএল শিরোপা ধরে রাখা।

প্রশ্ন: পরাজয় দিয়ে শুরুর পর লিগে আর হারেননি। কীভাবে সম্ভব হলো জয়রথ ধরে রাখা? 
ব্রুজোন: আমরা একটা বিজয়ী দল। তবে ফুটবলে মৌসুমজুড়ে যেকোনো দলেরই খারাপ দিন আসতে পারে। এই বছরের শুরুতে আমরাও একটা খারাপ সময় পার করেছি। তবে এটাই আমাদের মনোযোগী হতে সহায়তা করেছে। সহায়তা করেছে লক্ষ্য স্থির করতে যে মৌসুমে আবার খারাপ সময় এলে আমরা কীভাবে সেই পরিস্থিতিটা সামাল দেব।

প্রশ্ন: দুই ম্যাচ হাতে রেখে শিরোপা জয়ের পর আপনি বলেছিলেন, এ শিরোপা আপনার সবচেয়ে মধুরতম। এত মধুর হওয়ার কারণ কী?
ব্রুজোন: এবারের মৌসুমটা বেশ বৈচিত্র্যে ভরা ছিল। দলে চোটাঘাত ছিল, সূচি নিয়মিত পরিবর্তন হয়েছে। একাধিক খেলায় বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত গিয়েছে আমাদের বিপক্ষে। মাঠের অবস্থাও কিছু জায়গায় বেশ খারাপ ছিল। সবকিছু মিলিয়েই এ মৌসুমটা আমার কাছে আলাদা গুরুত্ব পেয়েছে।

প্রশ্ন: কোনটি বেশি মধুর—হ্যাটট্রিক লিগ শিরোপা জয় নাকি আবাহনীকে ট্রেবল জিততে না দেওয়া?
ব্রুজোন: খেলার মানের কারণেই আমাদের দিকে বাকি সবার বাড়তি মনোযোগ থাকে। আমি অন্যদেরও শুভকামনা জানাই। এটা ভীষণ তৃপ্তির বিষয় যে আমি বাংলাদেশের সেরা ক্লাবের একজন সদস্য।

প্রশ্ন: মুন্সিগঞ্জে সাইফের বিপক্ষে জয়ের পর আবাহনীকে বেশ কঠোর সমালোচনা করেছিলেন। তবে এটা কি আপনি অস্বীকার করবেন যে আবাহনী যদি মৌসুমের প্রথম 
দুই শিরোপা না জিতত তাহলে লিগ জিততে এতটা ক্ষুধার্ত আপনি হতেন না? 
ব্রুজোন: মৌসুমের ভালো শুরু মানেই সবকিছু নয়। ভালো শুরু করে সেটাকে ধরেও রাখতে হয়। আমরা এটা ভালো করেই জানতাম। আর এটাও জানি, আমরা সব ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামি।

প্রশ্ন: দলের সেরা কয়েক ফুটবলারকে নিয়মিত মাঠে পাননি। প্রথম লেগে রবসন ছাড়া বাকি বিদেশিরাও ছিল অনুজ্জ্বল। এরপরও এত সহজে লিগ জয়। কীভাবে সম্ভব হয়েছে? 
ব্রুজোন: দলের ওপর প্রত্যাশার চাপ কতটা আর এই দলের দায়িত্ব কতখানি সে সম্পর্কে সবারই ভালো ধারণা আছে। নিজেদের মাঠে আমাদের প্রতিদিনের অনুশীলন, মৌসুমজুড়ে ভালো করতে আমাদের সহায়তা করেছে।

প্রশ্ন: আপনার, বসুন্ধরার অর্জন স্পেনের সংবাদমাধ্যমেও এসেছে। এটা কেমন লেগেছে?
ব্রুজোন: প্রতিবছরই স্প্যানিশ গণমাধ্যমগুলো বিশ্বের সব প্রান্তের স্প্যানিশ কোচদের সাফল্য বেশ গুরুত্ব নিয়ে প্রচার করে। এটা শুধু বাংলাদেশেই না, দক্ষিণ এশিয়ার সব স্প্যানিশ কোচের ব্যাপারেও তারা মনোযোগী। স্পেনে ফুটবলের আলাদা একটা আকর্ষণ কাজ করে। স্প্যানিশ সহকর্মীরা তাতে দেশের বাইরে গিয়ে কাজ করার ব্যাপারে আলাদা একটা আগ্রহ পায়।

প্রশ্ন: ঘরোয়া ফুটবলে বসুন্ধরা নিয়মিত সাফল্য পাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্টে গেলেই হোঁচট খাচ্ছে। সেখানে সাফল্য না আসার কারণটা কী?
ব্রুজোন: এএফসি কাপে কিন্তু আমরা সাত ম্যাচের মাত্র একটিতে হেরেছি। দুবার গ্রুপ পর্বে রানার্সআপ হয়েছি। ঘরের মাঠে যে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি তাতেও বড় জয় আছে। যেখানে পান থেকে চুন খসলেও এ ধরনের টুর্নামেন্টে বড় প্রভাব পড়ে, সেখানে দুই লেগের ফরম্যাট এক লেগে হয়ে যাওয়া আর ঘরের মাঠে খেলতে না পারাটা আলাদা সমস্যা তৈরি করেই।

একটা অঞ্চলের প্রতিনিধি হয়ে উঠতে হলে সময়ের প্রয়োজন। আমরা সে পথেই আছি।

প্রশ্ন: আন্তর্জাতিক টুর্নামেন্টে ধারাবাহিক সাফল্য পেতে হলে বসুন্ধরাকে কোথায় উন্নতি করতে হবে?
ব্রুজোন: উন্নতি করতে নিজেদের খেলোয়াড়দের প্রস্তুত করতে হবে এবং প্রতি মৌসুমে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলতে হবে। গত চার মৌসুমে আমরা কিন্তু এভাবেই খেলছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত