Ajker Patrika

‘বিশ্বকাপ দ্বিতীয় সুযোগ দেয় না’ 

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৫: ০৯
‘বিশ্বকাপ দ্বিতীয় সুযোগ দেয় না’ 

প্রথম দুই ম্যাচ জিতে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত করে ফেলেছিল ব্রাজিল। গতকাল লুসাইলে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল তাই আনুষ্ঠানিকতার। এই ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় সেলেসাওরা। ব্রাজিলের এই পরাজয়কে তিতে ‘অশনিসংকেত’ হিসেবে দেখছেন।

সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ব্রাজিল। এরপর সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে সেলেসাওরা নিশ্চিত করে শেষ ষোলো। কোচ তিতে গতকাল তাই ক্যামেরুনের বিপক্ষে সাইড বেঞ্চের শক্তি পরীক্ষা করেছিলেন। আর এই ম্যাচেই ব্রাজিল হেরে যায় ১-০ গোলে। হেরেও ‘জি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সোমবার ৯৭৪ স্টেডিয়ামে শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপ রানারআপ দক্ষিণ কোরিয়া।

তিতে মনে করেন, বিশ্বকাপে কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ব্রাজিলের কোচ বলেন, ‘প্রতিটি ম্যাচ কঠিন। আমরা কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছি না। বিশ্বকাপ আপনাকে দ্বিতীয় সুযোগ দেয় না। এই ম্যাচের ফল আমাদের ২৪ ঘণ্টা হতাশায় পোড়াবে। আমরা পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেব।’

ক্যামেরুনের জালে অনেকবার বল জড়ানোর চেষ্টা করেছিলেন ব্রাজিলের ফুটবলাররা। তবে ক্যামেরুন গোলরক্ষক ডেফিস এপাসি দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন ব্রাজিলিয়ানদের সামনে। আর নির্ধারিত সময়ের যোগ করা মিনিটে ভিনসেন্ট আবুবকরের গোলে জিতে যায় ক্যামেরুন। ক্যামেরুন দলকে যেমন প্রশংসায় ভাসিয়েছেন, তেমনি এই ম্যাচ হারার জন্য নিজেদেরও দায় দেখছেন তিতে। ব্রাজিলের কোচ বলেন, ‘তারা যোগ্য দল হিসেবেই জিতেছে। তারা দারুণ খেলেছে। আমরা ম্যাচে ভালো খেলতে পারিনি। হেরেছে কারা? আমরা সবাই হেরেছি। সবকিছুর জন্য আমি দায়ী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত