রোনালদোদের নতুন কোচ এরিক টেন হাগ
গেগেনপ্রেসিংয়ের ‘গডফাদার’ রাল্ফ রাংনিকের অধীনেও সুদিন ফেরেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। গুঞ্জন ছিল, তাঁকে সরিয়ে এরিক টেন হাগের হাতে ক্রিস্টিয়ানো রোনালদো-ব্রুনো ফার্নান্দেজদের দায়িত্ব সঁপে দেবে ম্যানইউ কর্তৃপক্ষ। গুঞ্জন সত্যি করে টেন হাগকেই প্রধান কোচের দায়িত্ব দিল ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটি।