ওলেক্সান্দার জিনচঙ্কো এখন আর কিছুতেই যেন নিজের আবেগ ধরে রাখতে পারেন না। সংবাদ সম্মেলনে দেশ ইউক্রেন নিয়ে কথা বলতেই নিজে কাঁদেন, কাঁদান অন্যদেরও। দেশ যখন রাশিয়ার ছোড়া বোমায় বিধ্বস্ত হচ্ছে, সৈনিকেরা মরছে দলে দলে, তখন ফুটবলাররা খেলে টাকা কামিয়ে বেড়ান এমন সব অভিযোগ জিনচেঙ্কোদের শুনতে হচ্ছে অহরহ।
সেই অভিযোগ থামাতে একটাই করণীয় ছিল ইউক্রেন অধিনায়কের এবং সেটাই করলেন। যুদ্ধবিধ্বস্ত দেশটাকে একটু আনন্দের উপলক্ষ এনে দিলেন বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে। ২০২২ কাতার বিশ্বকাপের মূল পর্ব থেকে আর মাত্র এক কদম দূরে দাঁড়িয়ে ইউক্রেন। রোববার কার্ডিফ সিটি স্টেডিয়ামে ওয়েলশকে হারাতে পারলেই যুদ্ধবিধ্বস্ত দেশকে বড় আনন্দের উপলক্ষ এনে দিতে পারবেন ইউক্রেনের ফুটবলাররা।
প্রাথমিক সূচি অনুযায়ী, ইউক্রেন-স্কটল্যান্ড ম্যাচটি গত ২৪ মার্চ হওয়ার কথা ছিল। তবে যুদ্ধের কারণে তখন আনুষ্ঠানিকভাবে ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে ইউক্রেন, সাড়া দেয় ফিফা। যুদ্ধে যখন পুড়ছে দেশ, মরছে মানুষ, তখন মানসিকভাবে বিধ্বস্ত দেশটা বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে পারবে কি না, তা নিয়ে ছিল শঙ্কা।
ইউক্রেন বিশ্বকাপে খেলতে পারবে কি না, সেটা রোববারই জানা যাবে। তবে দেশকে সেই পর্যন্ত আর অপেক্ষায় রাখলেন না ইউক্রেন কোচ ওলেক্সান্দার পেত্রাকভ। স্কটল্যান্ডের বিপক্ষে জয়টা সরাসরি সৈনিকদেরই উৎসর্গ করলেন তিনি। ম্যাচ শেষে বলেছেন, ‘এ জয় শুধু আমার নয়, দলের নয়, পুরো দেশের। আমরা সেই মানুষদের জন্য খেলেছি, যারা প্রতিদিন সংগ্রাম করছে, সুড়ঙ্গ খুঁড়ছে, নিজেদের শেষ বিন্দু রক্ত দিয়েও লড়ছে। আমি আমার সব আবেগ মাঠে ঢেলে দিয়েছি। এখন আমি ক্লান্ত এবং শূন্য।’
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জিনচেঙ্কোর কান্না নিয়েও মুখ খুলেছেন কোচ পেত্রাকভ, ‘সে অনেক আবেগী ঠিকই, কিন্তু একই সঙ্গে সত্যিকারের ইউক্রেনীয়। কেউ যদি তাকে আক্রমণ করে, সেটা আমাদেরই আক্রমণ করা হয়। একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। শিশু-নারীরা প্রতিদিন মারা যাচ্ছে। নারীরা রাশিয়ানদের দ্বারা ধর্ষিত হচ্ছে। জিনচেঙ্কোর মন নির্ভেজাল এবং সেটাই আমরা মাঠে দেখেছি।’
ওলেক্সান্দার জিনচঙ্কো এখন আর কিছুতেই যেন নিজের আবেগ ধরে রাখতে পারেন না। সংবাদ সম্মেলনে দেশ ইউক্রেন নিয়ে কথা বলতেই নিজে কাঁদেন, কাঁদান অন্যদেরও। দেশ যখন রাশিয়ার ছোড়া বোমায় বিধ্বস্ত হচ্ছে, সৈনিকেরা মরছে দলে দলে, তখন ফুটবলাররা খেলে টাকা কামিয়ে বেড়ান এমন সব অভিযোগ জিনচেঙ্কোদের শুনতে হচ্ছে অহরহ।
সেই অভিযোগ থামাতে একটাই করণীয় ছিল ইউক্রেন অধিনায়কের এবং সেটাই করলেন। যুদ্ধবিধ্বস্ত দেশটাকে একটু আনন্দের উপলক্ষ এনে দিলেন বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে। ২০২২ কাতার বিশ্বকাপের মূল পর্ব থেকে আর মাত্র এক কদম দূরে দাঁড়িয়ে ইউক্রেন। রোববার কার্ডিফ সিটি স্টেডিয়ামে ওয়েলশকে হারাতে পারলেই যুদ্ধবিধ্বস্ত দেশকে বড় আনন্দের উপলক্ষ এনে দিতে পারবেন ইউক্রেনের ফুটবলাররা।
প্রাথমিক সূচি অনুযায়ী, ইউক্রেন-স্কটল্যান্ড ম্যাচটি গত ২৪ মার্চ হওয়ার কথা ছিল। তবে যুদ্ধের কারণে তখন আনুষ্ঠানিকভাবে ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে ইউক্রেন, সাড়া দেয় ফিফা। যুদ্ধে যখন পুড়ছে দেশ, মরছে মানুষ, তখন মানসিকভাবে বিধ্বস্ত দেশটা বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে পারবে কি না, তা নিয়ে ছিল শঙ্কা।
ইউক্রেন বিশ্বকাপে খেলতে পারবে কি না, সেটা রোববারই জানা যাবে। তবে দেশকে সেই পর্যন্ত আর অপেক্ষায় রাখলেন না ইউক্রেন কোচ ওলেক্সান্দার পেত্রাকভ। স্কটল্যান্ডের বিপক্ষে জয়টা সরাসরি সৈনিকদেরই উৎসর্গ করলেন তিনি। ম্যাচ শেষে বলেছেন, ‘এ জয় শুধু আমার নয়, দলের নয়, পুরো দেশের। আমরা সেই মানুষদের জন্য খেলেছি, যারা প্রতিদিন সংগ্রাম করছে, সুড়ঙ্গ খুঁড়ছে, নিজেদের শেষ বিন্দু রক্ত দিয়েও লড়ছে। আমি আমার সব আবেগ মাঠে ঢেলে দিয়েছি। এখন আমি ক্লান্ত এবং শূন্য।’
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জিনচেঙ্কোর কান্না নিয়েও মুখ খুলেছেন কোচ পেত্রাকভ, ‘সে অনেক আবেগী ঠিকই, কিন্তু একই সঙ্গে সত্যিকারের ইউক্রেনীয়। কেউ যদি তাকে আক্রমণ করে, সেটা আমাদেরই আক্রমণ করা হয়। একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। শিশু-নারীরা প্রতিদিন মারা যাচ্ছে। নারীরা রাশিয়ানদের দ্বারা ধর্ষিত হচ্ছে। জিনচেঙ্কোর মন নির্ভেজাল এবং সেটাই আমরা মাঠে দেখেছি।’
বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যাচ্ছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
১৫ মিনিট আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ দল এখন ফুরফুরে মেজাজে। লিটন দাস, পারভেজ হোসেন ইমনরা সিরিজ জয় থেকে কেবল এক ম্যাচ দূরে। ঠিক তার বিপরীত অবস্থা এখন পাকিস্তান দলের। বাংলাদেশের কাছে হারের পর কঠোর সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানিরা।
১ ঘণ্টা আগেভুটানের জাতীয় নারী লিগে দল পেয়েছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে আজ সকালে ঢাকা থেকে ভুটানের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। এবারই প্রথম বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে তাঁদের।
২ ঘণ্টা আগেতিন বছর আগে এমন এক জুলাইয়ে আলোচিত হয়েছিল শেখ মোরসালিনের নাম। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিপক্ষে দূরপাল্লার শটে দৃষ্টিনন্দন এক গোলে নজর কাড়েন সবার। তখনো বসুন্ধরার খেলোয়াড় তিনি; তবে ধারে খেলছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।
৩ ঘণ্টা আগে