Ajker Patrika

সিঙ্গাপুরের প্রধান কোচ হলেন সালমান বাট

সিঙ্গাপুরের প্রধান কোচ হলেন সালমান বাট

ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানো সালমান বাট নিজের ক্যারিয়ার জলানজলি দিয়ে এক দশকেরও বেশি সময় গেছে। ফিক্সিং কেলেঙ্কারিতে জেল খেটে আবারও ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে আর ফিরতে পারেননি সাবেক এই পাকিস্তান অধিনায়ক। 

বাটকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। সিঙ্গাপুর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ জানজুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাটের সঙ্গে ২০২২ সালের বাকি সময়ের জন্য চুক্তি করেছে সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন। বছরের বাকিটা সময় উদীয়মান দেশটির ক্রিকেটকে এগিয়ে নিতে সহায়তা করবেন সাবেক এই বাঁহাতি ব্যাটার। বাটকে সহায়তা করবেন পাকিস্তান নারী দলের সাবেক ট্রেনার জামাল হোসেন। সঙ্গে থাকবেন স্থানীয় স্টাফরা। জামাল দলটির ফিল্ডিং কোচ ও ট্রেইনার হিসেবে কাজ করবেন। 

 ১৯৭৪ সাল থেকেই সিঙ্গাপুর আইসিসির সহযোগী সদস্য তালিকায় আছে। তখন থেকেই আইসিসির আওতাধীন টুর্নামেন্ট খেলে আসছে তারা। আগামী পাঁচ মাসের মধ্যে আইসিসির আরও তিনটি বড় টুর্নামেন্ট খেলবে তারা। মূলত এ কারণেই কোচ নিয়োগ দিয়েছে সিঙ্গাপুর। 

সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ জানজুয়া গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, সালমান বাট সিঙ্গাপুরে থাকবেন এবং পরামর্শক চুক্তির অধীনে প্রধান কোচ হিসেবে দলের সঙ্গে সফর করবেন তিনি। বাটের অধীনে আইসিসির বড় তিনটি টুর্নামেন্টের বাছাইপর্বে অংশগ্রহণ করবে দ্বীপ দেশটি। 

এর মধ্যে আছে আগামী জুলাইয়ে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব, পরের মাসে শ্রীলঙ্কায় এশিয়া কাপের বাছাইপর্ব এবং ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে কানাডায় চ্যালেঞ্জ লিগে অংশ নেবে সিঙ্গাপুর।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২১, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত