Ajker Patrika

জিদানকে পিএসজিতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট

আপডেট : ০৯ জুন ২০২২, ১৬: ০২
জিদানকে পিএসজিতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট

মরিসিও পচেত্তিনোকে প্যারিস সেন্ট জার্মেই আর তাদের কোচ হিসেবে রাখতে চাইছে না। মৌসুমের শেষ দিক থেকেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এবার জানা গেল, পচেত্তিনোর জায়গায় জিনেদিন জিদানকে কোচ হিসেবে নিয়োগ দিতে চায় পিএসজি। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও জিদানকে কোচ হিসেবে চান।  

মাখোঁর সঙ্গে এখনো জিদানের কথা হয়নি। তবে ফরাসি প্রেসিডেন্ট চান জিদানই পিএসজির দায়িত্ব নিন। এ নিয়ে মাখোঁ বলেছেন, ‘জিদানের সঙ্গে আমার এখনো কথা হয়নি। আমি তার বড় ভক্ত। খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই আমি জিদানে গুণমুগ্ধ। ফ্রান্সে আমরা তার উপস্থিতি চাই। জিদানের মতো ক্রীড়াবিদ ও কোচের আমাদের খুব প্রয়োজন।’

মাখোঁ আরও বলেন, ‘আশা করি ফ্রান্সের জন্য সে ফিরে আসবে এবং এখানের বড় ক্লাবকে প্রশিক্ষণ করাবে। এটি দারুণ হবে। খেলাধুলা ও ফুটবলের জন্য ফ্রান্স দারুণ দেশ। আমরা এই খেলাকে ভালোবাসি। তাই সেরাদের এখানে থাকা জরুরি।’

এর আগে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তি নবায়নেও ভূমিকা রেখেছিলেন মাখোঁ। তাঁর চাওয়াতেই অনেক নাটকের পর পিএসজিতে থেকে যান এমবাপ্পে। এ নিয়ে  মাখোঁ বলেছেন, ‘এমবাপ্পের সঙ্গে আমার কথা হয়েছিল ঠিক। তবে সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে। সে এটি করে দেখিয়েছে। সে খুবই পরিপক্ব এবং নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগী। দায়িত্ববোধের সঙ্গে নিষ্ঠার পরিচয় দিয়েছে এমবাপ্পে।’ 

এই সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

ভাইকে ১১১ কোটি টাকার বাংলো তাহলে এ কারণেই দিয়েছেন কোহলি

চট্টগ্রামে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৩ ইউনিট

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

তৃতীয় দফায় বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত