দিদিয়ের দেশম (ফ্রান্স)
১০ বছর+ (৮ জুলাই, ২০১২ থেকে)
১০ বছর ধরে ফ্রান্স দলের কোচিংয়ের দায়িত্বে আছেন। এবারের বিশ্বকাপে কোচদের মধ্যে সবচেয়ে লম্বা সময় দলকে সামলাচ্ছেন তিনিই। এ সময়ের কোচদের মধ্যে দেশমকে সফলতম কোচ বললেও ভুল বলা হবে না। তাঁর অধীনে ২০১৮ বিশ্বকাপ জেতে ফ্রান্স। ফ্রান্সের এই বিশ্বকাপ পেতে অপেক্ষা করতে হয়েছে ২০ বছর।
ফার্নান্দো সান্তোস (পর্তুগাল)
৮ বছর+ (২৩ সেপ্টেম্বর, ২০১৪ থেকে)
চাকরির মেয়াদে দেশমের পরই ফার্নান্দো সান্তোস। তাঁর অধীনে পর্তুগাল জিতেছে ২০১৬ ইউরো ও ২০১৮-১৯ নেশনস লিগ। ২০১৭ ফিফা কনফেডারেশন কাপে পর্তুগাল হয়েছিল তৃতীয়। ২০১৪ সাল থেকে পর্তুগিজদের সামলানোর দায়িত্ব তাঁর কাঁধে।
আলিউ সিসে (সেনেগাল)
৭ বছর+ (৫ মার্চ, ২০১৫ থেকে)
সিসে সেনেগালের দায়িত্বে আছেন ৭ বছরেরও বেশি সময়। তাঁর অধীনে সেনেগাল দুইবার আফ্রিকা কাপ অব নেশনসের (অ্যাফকন) ফাইনাল খেলে সেনেগাল। ২০১৯ অ্যাফকনে সেনেগাল হয়েছিল রানার্সআপ। আর ২০২১ অ্যাফকনে আফ্রিকার দেশটি হয় চ্যাম্পিয়ন। টুর্নামেন্টটির সেরা কোচও হয়েছিলেন সিসে।
রবার্তো মার্তিনেজ (বেলজিয়াম)
৬ বছর+ (৩ আগস্ট, ২০১৬ থেকে)
রবার্তো মার্তিনেজ বেলজিয়াম দলের দায়িত্ব নেন ২০১৬ সালে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে বেলজিয়াম হয়েছিল তৃতীয়। সোনালি প্রজন্মের ফুটবলার পেয়েও এর চেয়ে বেশি সাফল্যের দেখা পাননি মার্তিনেজ। এবার সেই অপেক্ষার অবসান চান মার্তিনেজ নিজেও।
গ্যারেথ সাউথগেট (ইংল্যান্ড)
৬ বছর+ (২৮ সেপ্টেম্বর, ২০১৬ থেকে)
মার্তিনেজের মতো গ্যারেথ সাউথগেটেরও চাকরির বয়স ৬ বছর। তাঁর অধীনে ২০১৮-১৯ উয়েফা নেশনস লিগে ইংল্যান্ড হয়েছিল তৃতীয়। আর ২০২০ ইউরোতে রানার্সআপ। রাশিয়া বিশ্বকাপে থ্রি লায়ন্সরা খেলেছিল সেমিফাইনালে। তাঁর কোচিং নিয়ে অবশ্য প্রচুর সমালোচনা আছে ইংলিশদের মধ্যে।
জ্লাতকো দালিচ (ক্রোয়েশিয়া)
৫ বছর+ (৭ অক্টোবর, ২০১৭ থেকে)
ক্রোয়েশিয়া দলের দায়িত্বে জ্লাতকো দালিচ আছেন ৫ বছরেরও বেশি সময় ধরে। তাঁর অধীনে ২০১৮ বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল খেলে ক্রোয়েশিয়া। ফ্রান্সের কাছে হেরে অবশ্য শিরোপাটা আর জেতা হয়নি ক্রোয়াটদের। কাতার বিশ্বকাপে লুকা মদরিচদের নিয়ে আবারও সেই স্বপ্ন দেখছেন দালিচ।
ফেলিক্স সানচেজ (কাতার)
৫ বছর+ (৩ জুলাই, ২০১৭ থেকে)
কাতার দলের দায়িত্ব ফেলিক্স সানচেজ নিয়েছেন ২০১৭ সালে। ২০১৯ এএফসি এশিয়ান কাপ কাতার জিতেছিল তাঁর অধীনে। তবে স্প্যানিশ কোচের অধীনে বিশ্বকাপে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকেরা, তাদের বিদায় নিশ্চিত হয়েছে সবার আগে।
দিদিয়ের দেশম (ফ্রান্স)
১০ বছর+ (৮ জুলাই, ২০১২ থেকে)
১০ বছর ধরে ফ্রান্স দলের কোচিংয়ের দায়িত্বে আছেন। এবারের বিশ্বকাপে কোচদের মধ্যে সবচেয়ে লম্বা সময় দলকে সামলাচ্ছেন তিনিই। এ সময়ের কোচদের মধ্যে দেশমকে সফলতম কোচ বললেও ভুল বলা হবে না। তাঁর অধীনে ২০১৮ বিশ্বকাপ জেতে ফ্রান্স। ফ্রান্সের এই বিশ্বকাপ পেতে অপেক্ষা করতে হয়েছে ২০ বছর।
ফার্নান্দো সান্তোস (পর্তুগাল)
৮ বছর+ (২৩ সেপ্টেম্বর, ২০১৪ থেকে)
চাকরির মেয়াদে দেশমের পরই ফার্নান্দো সান্তোস। তাঁর অধীনে পর্তুগাল জিতেছে ২০১৬ ইউরো ও ২০১৮-১৯ নেশনস লিগ। ২০১৭ ফিফা কনফেডারেশন কাপে পর্তুগাল হয়েছিল তৃতীয়। ২০১৪ সাল থেকে পর্তুগিজদের সামলানোর দায়িত্ব তাঁর কাঁধে।
আলিউ সিসে (সেনেগাল)
৭ বছর+ (৫ মার্চ, ২০১৫ থেকে)
সিসে সেনেগালের দায়িত্বে আছেন ৭ বছরেরও বেশি সময়। তাঁর অধীনে সেনেগাল দুইবার আফ্রিকা কাপ অব নেশনসের (অ্যাফকন) ফাইনাল খেলে সেনেগাল। ২০১৯ অ্যাফকনে সেনেগাল হয়েছিল রানার্সআপ। আর ২০২১ অ্যাফকনে আফ্রিকার দেশটি হয় চ্যাম্পিয়ন। টুর্নামেন্টটির সেরা কোচও হয়েছিলেন সিসে।
রবার্তো মার্তিনেজ (বেলজিয়াম)
৬ বছর+ (৩ আগস্ট, ২০১৬ থেকে)
রবার্তো মার্তিনেজ বেলজিয়াম দলের দায়িত্ব নেন ২০১৬ সালে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে বেলজিয়াম হয়েছিল তৃতীয়। সোনালি প্রজন্মের ফুটবলার পেয়েও এর চেয়ে বেশি সাফল্যের দেখা পাননি মার্তিনেজ। এবার সেই অপেক্ষার অবসান চান মার্তিনেজ নিজেও।
গ্যারেথ সাউথগেট (ইংল্যান্ড)
৬ বছর+ (২৮ সেপ্টেম্বর, ২০১৬ থেকে)
মার্তিনেজের মতো গ্যারেথ সাউথগেটেরও চাকরির বয়স ৬ বছর। তাঁর অধীনে ২০১৮-১৯ উয়েফা নেশনস লিগে ইংল্যান্ড হয়েছিল তৃতীয়। আর ২০২০ ইউরোতে রানার্সআপ। রাশিয়া বিশ্বকাপে থ্রি লায়ন্সরা খেলেছিল সেমিফাইনালে। তাঁর কোচিং নিয়ে অবশ্য প্রচুর সমালোচনা আছে ইংলিশদের মধ্যে।
জ্লাতকো দালিচ (ক্রোয়েশিয়া)
৫ বছর+ (৭ অক্টোবর, ২০১৭ থেকে)
ক্রোয়েশিয়া দলের দায়িত্বে জ্লাতকো দালিচ আছেন ৫ বছরেরও বেশি সময় ধরে। তাঁর অধীনে ২০১৮ বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল খেলে ক্রোয়েশিয়া। ফ্রান্সের কাছে হেরে অবশ্য শিরোপাটা আর জেতা হয়নি ক্রোয়াটদের। কাতার বিশ্বকাপে লুকা মদরিচদের নিয়ে আবারও সেই স্বপ্ন দেখছেন দালিচ।
ফেলিক্স সানচেজ (কাতার)
৫ বছর+ (৩ জুলাই, ২০১৭ থেকে)
কাতার দলের দায়িত্ব ফেলিক্স সানচেজ নিয়েছেন ২০১৭ সালে। ২০১৯ এএফসি এশিয়ান কাপ কাতার জিতেছিল তাঁর অধীনে। তবে স্প্যানিশ কোচের অধীনে বিশ্বকাপে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকেরা, তাদের বিদায় নিশ্চিত হয়েছে সবার আগে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫