Ajker Patrika

বিশ্বকাপে দেশমের যে অনন্য রেকর্ড

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৩: ৪৬
বিশ্বকাপে দেশমের যে অনন্য রেকর্ড

এবারের ফুটবল বিশ্বকাপ যেন ‘রেকর্ডের বিশ্বকাপ।’ প্রতিনিয়তই হচ্ছে কোনো না কোনো রেকর্ড। ফুটবলারদের পাশাপাশি কোচরাও গড়ছেন অনেক রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসের চতুর্থ কোচ হিসেবে কোনো দলকে টানা দুই ফাইনালে তোলার রেকর্ড গড়লেন দিদিয়ের দেশম।

২০১২ এর ৮ জুলাই ফ্রান্স দলের দায়িত্ব নিয়েছেন ফ্রান্স। তার অধীনে ২০১৮ বিশ্বকাপের ফাইনাল খেলে ফ্রান্স।  গতকাল কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে দেয় ফ্রান্স। তাতে দেশমের অধীনে টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলে ফরাসিরা।

বিশ্বকাপ ইতিহাসে টানা দুই ফাইনাল খেলা প্রথম কোচ হচ্ছেন ভিত্তোরিও পোজো। পোজোর অধীনে ১৯৩৪,১৯৩৮-এই দুই বিশ্বকাপের ফাইনালে ওঠে ইতালি। এরপর এই রেকর্ডটা কার্লোস বিলার্দো, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার-এই দুজন একসঙ্গে গড়েছেন। ১৯৮৬,১৯৯০-টানা দুই বিশ্বকাপে তারা দুজন তাদের দলকে ফাইনালে তুলেছিলেন। যেখানে বিলার্দো ছিলেন আর্জেন্টিনার কোচ এবং বেকেনবাওয়ার ছিলেন জার্মানির দায়িত্বে (তৎকালীন পশ্চিম জার্মানি)।

দেশমের কাছে এবার সুযোগ থাকছে পোজোর রেকর্ডে ভাগ বসানোর। ২০১৮ ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফরাসিরা। ১৮ ডিসেম্বর লুসাইলে আর্জেন্টিনাকে হারালেই ফ্রান্সকে টানা দুই বিশ্বকাপ জেতাবেন দেশম। কেননা ১৯৮৬,১৯৯০ দুই বিশ্বকাপেই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-জার্মানি এবং আর্জেন্টিনা জিতেছিল ’৮৬ এর বিশ্বকাপ এবং ’৯০ তে জার্মানি।

টানা দুই বিশ্বকাপের ফাইনালে তোলা দলের কোচ
১। ভিত্তোরিও পোজো-ইতালি-১৯৩৪,১৯৩৮ 
২। কার্লোস বিলার্দো-আর্জেন্টিনা-১৯৮৬,১৯৯০ 
৩। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার-জার্মানি-১৯৮৬,১৯৯০ 
৪। দিদিয়ের দেশম-ফ্রান্স-২০১৮,২০২২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে আগ্নেয়াস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার

তিন ঘণ্টা পর আংশিক চালু মেট্রোরেল

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

এলাকার খবর
Loading...