এবারের ফুটবল বিশ্বকাপ যেন ‘রেকর্ডের বিশ্বকাপ।’ প্রতিনিয়তই হচ্ছে কোনো না কোনো রেকর্ড। ফুটবলারদের পাশাপাশি কোচরাও গড়ছেন অনেক রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসের চতুর্থ কোচ হিসেবে কোনো দলকে টানা দুই ফাইনালে তোলার রেকর্ড গড়লেন দিদিয়ের দেশম।
২০১২ এর ৮ জুলাই ফ্রান্স দলের দায়িত্ব নিয়েছেন ফ্রান্স। তার অধীনে ২০১৮ বিশ্বকাপের ফাইনাল খেলে ফ্রান্স। গতকাল কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে দেয় ফ্রান্স। তাতে দেশমের অধীনে টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলে ফরাসিরা।
বিশ্বকাপ ইতিহাসে টানা দুই ফাইনাল খেলা প্রথম কোচ হচ্ছেন ভিত্তোরিও পোজো। পোজোর অধীনে ১৯৩৪,১৯৩৮-এই দুই বিশ্বকাপের ফাইনালে ওঠে ইতালি। এরপর এই রেকর্ডটা কার্লোস বিলার্দো, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার-এই দুজন একসঙ্গে গড়েছেন। ১৯৮৬,১৯৯০-টানা দুই বিশ্বকাপে তারা দুজন তাদের দলকে ফাইনালে তুলেছিলেন। যেখানে বিলার্দো ছিলেন আর্জেন্টিনার কোচ এবং বেকেনবাওয়ার ছিলেন জার্মানির দায়িত্বে (তৎকালীন পশ্চিম জার্মানি)।
দেশমের কাছে এবার সুযোগ থাকছে পোজোর রেকর্ডে ভাগ বসানোর। ২০১৮ ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফরাসিরা। ১৮ ডিসেম্বর লুসাইলে আর্জেন্টিনাকে হারালেই ফ্রান্সকে টানা দুই বিশ্বকাপ জেতাবেন দেশম। কেননা ১৯৮৬,১৯৯০ দুই বিশ্বকাপেই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-জার্মানি এবং আর্জেন্টিনা জিতেছিল ’৮৬ এর বিশ্বকাপ এবং ’৯০ তে জার্মানি।
টানা দুই বিশ্বকাপের ফাইনালে তোলা দলের কোচ
১। ভিত্তোরিও পোজো-ইতালি-১৯৩৪,১৯৩৮
২। কার্লোস বিলার্দো-আর্জেন্টিনা-১৯৮৬,১৯৯০
৩। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার-জার্মানি-১৯৮৬,১৯৯০
৪। দিদিয়ের দেশম-ফ্রান্স-২০১৮,২০২২
এবারের ফুটবল বিশ্বকাপ যেন ‘রেকর্ডের বিশ্বকাপ।’ প্রতিনিয়তই হচ্ছে কোনো না কোনো রেকর্ড। ফুটবলারদের পাশাপাশি কোচরাও গড়ছেন অনেক রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসের চতুর্থ কোচ হিসেবে কোনো দলকে টানা দুই ফাইনালে তোলার রেকর্ড গড়লেন দিদিয়ের দেশম।
২০১২ এর ৮ জুলাই ফ্রান্স দলের দায়িত্ব নিয়েছেন ফ্রান্স। তার অধীনে ২০১৮ বিশ্বকাপের ফাইনাল খেলে ফ্রান্স। গতকাল কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে দেয় ফ্রান্স। তাতে দেশমের অধীনে টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলে ফরাসিরা।
বিশ্বকাপ ইতিহাসে টানা দুই ফাইনাল খেলা প্রথম কোচ হচ্ছেন ভিত্তোরিও পোজো। পোজোর অধীনে ১৯৩৪,১৯৩৮-এই দুই বিশ্বকাপের ফাইনালে ওঠে ইতালি। এরপর এই রেকর্ডটা কার্লোস বিলার্দো, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার-এই দুজন একসঙ্গে গড়েছেন। ১৯৮৬,১৯৯০-টানা দুই বিশ্বকাপে তারা দুজন তাদের দলকে ফাইনালে তুলেছিলেন। যেখানে বিলার্দো ছিলেন আর্জেন্টিনার কোচ এবং বেকেনবাওয়ার ছিলেন জার্মানির দায়িত্বে (তৎকালীন পশ্চিম জার্মানি)।
দেশমের কাছে এবার সুযোগ থাকছে পোজোর রেকর্ডে ভাগ বসানোর। ২০১৮ ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফরাসিরা। ১৮ ডিসেম্বর লুসাইলে আর্জেন্টিনাকে হারালেই ফ্রান্সকে টানা দুই বিশ্বকাপ জেতাবেন দেশম। কেননা ১৯৮৬,১৯৯০ দুই বিশ্বকাপেই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-জার্মানি এবং আর্জেন্টিনা জিতেছিল ’৮৬ এর বিশ্বকাপ এবং ’৯০ তে জার্মানি।
টানা দুই বিশ্বকাপের ফাইনালে তোলা দলের কোচ
১। ভিত্তোরিও পোজো-ইতালি-১৯৩৪,১৯৩৮
২। কার্লোস বিলার্দো-আর্জেন্টিনা-১৯৮৬,১৯৯০
৩। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার-জার্মানি-১৯৮৬,১৯৯০
৪। দিদিয়ের দেশম-ফ্রান্স-২০১৮,২০২২
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
৫ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
৫ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৬ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৭ ঘণ্টা আগে