বেগুনি ফুলে ভরে উঠেছে শিমের ঝাংলা
উত্তরবঙ্গের জয়পুরহাটের পাঁচবিবিতে এ বছর শিমের চাষ বেড়েছে। শিম চাষে সার, কীটনাশক ও অন্যান্য খরচ অন্য সবজি চাষের তুলনায় কম হলেও লাভ অধিক। এ কারণে এলাকার অনেক চাষি শিম চাষে এগিয়ে আসছেন। আগে বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায়, উঠানের ঝাংলায় ও ছাদে গৃহিণীরা বিভিন্ন সবজি চাষ করতেন। এখন কৃষকেরা লাইলন সুতা, জিআই ত