Ajker Patrika

কৃষি আইন রদ করে ঝামেলা বেড়েছে মোদির

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১১: ৩৬
Thumbnail image

বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেও বিতর্ক থেকে দূরে থাকতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীরা তো বটেই, দলের ভেতর থেকেও প্রশ্ন উঠছে, তিনটি কৃষি আইনই যখন প্রত্যাহার করা হবে, তখন কেন এত দিন নীরব ছিলেন প্রধানমন্ত্রী?

তিনটি কৃষি আইন নিয়ে দলকে বিপাকে ফেলার জন্য বিজেপিতে মোদি-বিরোধীরা সরব হতে শুরু করেছেন। কিন্তু এখনই প্রকাশ্যে তাঁরা মুখ খুলছেন না। সকলেই তাকিয়ে রয়েছেন উত্তর প্রদেশসহ ৫ রাজ্যের বিধানসভা ভোটের দিকে। ফল দলের অনুকূলে না গেলে মোদিবিরোধীরা সোচ্চার হবেন বলে ইঙ্গিত মিলতে শুরু করেছে। এমনকি সংঘ পরিবারের (আরএসএস) চাপও বাড়বে। বলা হচ্ছে, জনমতের আঁচ আগাম বুঝতে পেরেই সংঘ পরিবারের চাপে পিছু হটেছেন মোদী।

এদিকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি ও বিজেপির সাংসদ বরুণ গান্ধী বহুদিন ধরেই কৃষি আইনের বিরোধিতা করছিলেন। দলের লাইনের বাইরে গিয়ে সমানে বিতর্কিত মন্তব্য করে দলের নেতাদের বিব্রত করছিলেন। গত শুক্রবার কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা হতেই একগুচ্ছ প্রশ্ন তুলে মোদিকে প্রশ্নবাণে বিদ্ধ করেছেন তিনি। কৃষি আইনের প্রতিবাদ আন্দোলনে সাত শতাধিক কৃষকের মৃত্যু থেকে শুরু করে লখিমপুর-খেরিতে মন্ত্রীপুত্রের গাড়ি চাপায় চারজনের মৃত্যু—সব ঘটনার উল্লেখ করে ন্যায় চেয়েছেন প্রধানমন্ত্রীর কাছে।

ভারতের সাবেক সেনা প্রধান তথা মোদি মন্ত্রিসভার প্রতিমন্ত্রী জেনারেল (অব.) ভিকে সিং-ও প্রশ্ন তুলেছেন কৃষি আইন প্রত্যাহারের যৌক্তিকতা নিয়ে। বিজেপির অন্দরে জল্পনা শুরু হয়েছে, এই আইন প্রত্যাহারে আদৌ দলের কোনো লাভ হবে কিনা তা নিয়ে। কারণ বিরোধীরা সমানে আক্রমণ করে চলেছে বিজেপিকে। মোদীর ভাবমূর্তিকেই টার্গেট করেছে কংগ্রেসসহ বিভিন্ন দলের নেতারা। ইতিমধ্যেই বিজেপির সাবেক জোট শরিক শিরোমণি আকালি দলের নেতা সুখবীর সিং বাদল জানিয়ে দিয়েছেন, কৃষি আইন প্রত্যাহার করা হলেও তাঁরা আর বিজেপির জোটে ফিরবেন না।

বিজেপিতে মোদী বিরোধীদের একটি বড় অংশ মনে করেন, কৃষি আইন প্রত্যাহার করার মাধ্যমে বিরোধীদের বক্তব্যকে কার্যত মেনে নিয়েছে সরকার। এবার নাগরিকত্ব সংশোধনী আইন, জাতীয় নাগরিক পঞ্জীকরণ (এনআরসি) থেকে শুরু করে বিভিন্ন দাবিতে আন্দোলন আরও জোরদার হবে। তা ছাড়া মোদীর ঘোষণার পরও কৃষক আন্দোলন থামেনি। বরং নতুন নতুন দাবিতে, কৃষকেরা সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে। সব মিলিয়ে ঘরে-বাইরে বেশ চাপেই রয়েছেন মোদী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত