অস্বাভাবিক ভূতের সরকার গঠনের পাঁয়তারা করছে বিএনপি: ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকট কিংবা নিত্যপণ্যের দাম—এসবের দিকে বিএনপির নজর নেই। কে রাষ্ট্রপতি হলো, তা নিয়েও মাথাব্যথা নেই তাদের। তাদের একটিই লক্ষ্য—যেনতেনভাবে ক্ষমতায় আসা। তারা সরকার পতন করে অস্বাভাবিক ভূতের সরকার গঠনের পাঁয়তারা করে