গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে গত তিন মাসে ২২টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে।সর্বশেষ গত সোমবার রাতে মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মাঠ থেকে চারটি ট্রান্সফরমার চুরির হয়েছে।এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় চাষাবাদ দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
বৈদ্যুতিক সেচ পাম্পের মালিক মো. জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাতে আমার তিনটিসহ আরও একজনের ট্রান্সফরমার চুরি হয়েছে। এখন জমিতে সেচ দিতে হবে, না হলে চাষাবাদে ক্ষতি হয়ে যাবে। ট্রান্সফরমারের দামও অনেক বেশি। এমন অবস্থায় দুশ্চিন্তায় রয়েছি।’
জহুরুল জানান, দ্রুত ট্রান্সফরমারের ব্যবস্থা করা না হলে অনেক চাষি ক্ষতির মধ্যে পড়বে। এখন ভুট্টা, গম, সবজিসহ বিভিন্ন আবাদ হচ্ছে মাঠে। আর এসব জমিতে প্রতিনিয়ত সেচ দিতে হয়।
মোহাম্মদপুর গ্রামের কৃষক উসমান আলী বলেন, ‘আমাদের এই মোহাম্মদপুর মাঠে সবজির আবাদ হয়। আর সবজিতে বেশি সেচ দেওয়া লাগে। এ সময় ট্রান্সফার চুরি হওয়ায় আমরা চিন্তিত। সেচ দিতে না পারলে ফসল নষ্ট হয়ে যাবে।’
বামন্দী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপঅঞ্চলিক কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. হানিফ রেজা আজকের পত্রিকাকে বলেন, বিদ্যুৎ কার্যালয়ের উপআঞ্চলিক কার্যালয়ের আওতায় তিন মাসে ২২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে দেবীপুর-তেরাইল মাঠে সাত, শুকুরকান্দি মাঠ থেকে এক, বাওট মাঠ থেকে তিন ও মহাম্মদপুর মাঠ থেকে নতুস চারটিসহ মোট ১১টি ট্রান্সফরমার চুরি হয়েছে।
হানিফ রেজা বলেন, ‘নতুন করে চারটি ট্রান্সফরমার চুরি হওয়ায় বিষয়টি দুঃখজনক। বিদ্যুৎ কার্যালয় কৃষকের কথা বিবেচনা করে দ্রুত ট্রান্সফরমারের ব্যবস্থা করবে। যাতে ফসলের কোনো ক্ষতি না হয়।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, বিদ্যুৎ সম্পর্কে অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিরা জড়িত আছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে থানায় অভিযোগ পেয়েছি। জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।
মেহেরপুরের গাংনীতে গত তিন মাসে ২২টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে।সর্বশেষ গত সোমবার রাতে মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মাঠ থেকে চারটি ট্রান্সফরমার চুরির হয়েছে।এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় চাষাবাদ দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
বৈদ্যুতিক সেচ পাম্পের মালিক মো. জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাতে আমার তিনটিসহ আরও একজনের ট্রান্সফরমার চুরি হয়েছে। এখন জমিতে সেচ দিতে হবে, না হলে চাষাবাদে ক্ষতি হয়ে যাবে। ট্রান্সফরমারের দামও অনেক বেশি। এমন অবস্থায় দুশ্চিন্তায় রয়েছি।’
জহুরুল জানান, দ্রুত ট্রান্সফরমারের ব্যবস্থা করা না হলে অনেক চাষি ক্ষতির মধ্যে পড়বে। এখন ভুট্টা, গম, সবজিসহ বিভিন্ন আবাদ হচ্ছে মাঠে। আর এসব জমিতে প্রতিনিয়ত সেচ দিতে হয়।
মোহাম্মদপুর গ্রামের কৃষক উসমান আলী বলেন, ‘আমাদের এই মোহাম্মদপুর মাঠে সবজির আবাদ হয়। আর সবজিতে বেশি সেচ দেওয়া লাগে। এ সময় ট্রান্সফার চুরি হওয়ায় আমরা চিন্তিত। সেচ দিতে না পারলে ফসল নষ্ট হয়ে যাবে।’
বামন্দী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপঅঞ্চলিক কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. হানিফ রেজা আজকের পত্রিকাকে বলেন, বিদ্যুৎ কার্যালয়ের উপআঞ্চলিক কার্যালয়ের আওতায় তিন মাসে ২২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে দেবীপুর-তেরাইল মাঠে সাত, শুকুরকান্দি মাঠ থেকে এক, বাওট মাঠ থেকে তিন ও মহাম্মদপুর মাঠ থেকে নতুস চারটিসহ মোট ১১টি ট্রান্সফরমার চুরি হয়েছে।
হানিফ রেজা বলেন, ‘নতুন করে চারটি ট্রান্সফরমার চুরি হওয়ায় বিষয়টি দুঃখজনক। বিদ্যুৎ কার্যালয় কৃষকের কথা বিবেচনা করে দ্রুত ট্রান্সফরমারের ব্যবস্থা করবে। যাতে ফসলের কোনো ক্ষতি না হয়।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, বিদ্যুৎ সম্পর্কে অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিরা জড়িত আছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে থানায় অভিযোগ পেয়েছি। জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
২ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৩ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৩ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৩ ঘণ্টা আগে