কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মধুমেলার ভেতরে ‘কৃষি মেলা’ সবার নজর কাড়ছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মেলায় কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা।
কলার বড় বড় কাঁদি, লাউ, মুলা, সরিষাগাছ, কচু, ওলকপি, পেঁপেসহ অসময়ের তাল দর্শনার্থীদের আকৃষ্ট করছে। এ ছাড়া বিভিন্ন বীজ দিয়ে তৈরি উপজেলার মানচিত্রসহ ফসলের খেত সব বয়সী মানুষ ঘুরে ঘুরে উপভোগ করছেন।
এদিকে গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে মধুমেলা। সন্ধ্যায় মধুমঞ্চে যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাবিনা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এস এম শামীম রেজা এবং যশোরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ।
মেলায় গিয়ে দেখা গেছে, কেশবপুর উপজেলার প্রতাপপুর গ্রামের কৃষক আব্দুল কুদ্দুসের ৯ ফুট উচ্চতার সরিষাগাছ, সাতবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল ওয়াদুদের ৫ কেজি ৫০০ গ্রাম ওজনের ওলকপি ও অসময়ের তাল, আলতাপোল গ্রামের কৃষক আব্দুস সালামের বড় বড় কাঁঠাল, বাগদহা গ্রামের কৃষক রেজাউল করিমের ৫ ফুট উঁচু কচু এবং পাশের তালা উপজেলার কুমিরা গ্রামের কৃষক এস এম তাহসিমের ৬ ফুট উচ্চতার কলার কাঁদি ও ইসলামকাটি গ্রামের কৃষক আশরাফুল ইসলামের ৪ কেজি ৭৭৫ গ্রাম পেঁপে সব বয়সী দর্শনার্থীর নজর কাড়ছে।
কৃষি মেলায় আসা মনিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামের শিক্ষার্থী মেহেদী হাসান জানায়, কৃষি মেলা তার খুব ভালো লেগেছে। ভবিষ্যতে সে এ ধরনের কৃষিপণ্য উৎপাদনে নিজেকে সম্পৃক্ত করতে চায়।
কেশবপুর উপজেলার নেহালপুর গ্রাম থেকে আসা কৃষক রফিকুল ইসলামের প্রতিবন্ধী নাতি আব্দুর রহমান (৬) জানায়, মধুমেলার মধ্যে বড় বড় লেবু ও কলা দেখে সে খুশি হয়েছে।
কৃষি মেলা দেখার সময় খুলনার রূপসা উপজেলার সামান্ত গ্রামের গৃহবধূ কারিশমা রহমান বলেন, মেলা থেকে বাড়িতে ফিরে বাড়ির আঙিনায় কৃষিপণ্য উৎপাদনের কাজ শুরু করবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, কৃষি মেলায় সকাল থেকে অধিক রাত পর্যন্ত দর্শনার্থীর উপচে পড়া ভিড় হচ্ছে। তিন শতাধিক কৃষিপণ্য মেলায় আনা হয়েছে। বৃহত্তর যশোর-কুষ্টিয়া কৃষি উন্নয়ন প্রকল্প ও জেলা প্রশাসনের সহযোগিতায় মধুমেলার মধ্যে কৃষি মেলার আয়োজন করা হয়েছে।
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মধুমেলার ভেতরে ‘কৃষি মেলা’ সবার নজর কাড়ছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মেলায় কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা।
কলার বড় বড় কাঁদি, লাউ, মুলা, সরিষাগাছ, কচু, ওলকপি, পেঁপেসহ অসময়ের তাল দর্শনার্থীদের আকৃষ্ট করছে। এ ছাড়া বিভিন্ন বীজ দিয়ে তৈরি উপজেলার মানচিত্রসহ ফসলের খেত সব বয়সী মানুষ ঘুরে ঘুরে উপভোগ করছেন।
এদিকে গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে মধুমেলা। সন্ধ্যায় মধুমঞ্চে যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাবিনা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এস এম শামীম রেজা এবং যশোরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ।
মেলায় গিয়ে দেখা গেছে, কেশবপুর উপজেলার প্রতাপপুর গ্রামের কৃষক আব্দুল কুদ্দুসের ৯ ফুট উচ্চতার সরিষাগাছ, সাতবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল ওয়াদুদের ৫ কেজি ৫০০ গ্রাম ওজনের ওলকপি ও অসময়ের তাল, আলতাপোল গ্রামের কৃষক আব্দুস সালামের বড় বড় কাঁঠাল, বাগদহা গ্রামের কৃষক রেজাউল করিমের ৫ ফুট উঁচু কচু এবং পাশের তালা উপজেলার কুমিরা গ্রামের কৃষক এস এম তাহসিমের ৬ ফুট উচ্চতার কলার কাঁদি ও ইসলামকাটি গ্রামের কৃষক আশরাফুল ইসলামের ৪ কেজি ৭৭৫ গ্রাম পেঁপে সব বয়সী দর্শনার্থীর নজর কাড়ছে।
কৃষি মেলায় আসা মনিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামের শিক্ষার্থী মেহেদী হাসান জানায়, কৃষি মেলা তার খুব ভালো লেগেছে। ভবিষ্যতে সে এ ধরনের কৃষিপণ্য উৎপাদনে নিজেকে সম্পৃক্ত করতে চায়।
কেশবপুর উপজেলার নেহালপুর গ্রাম থেকে আসা কৃষক রফিকুল ইসলামের প্রতিবন্ধী নাতি আব্দুর রহমান (৬) জানায়, মধুমেলার মধ্যে বড় বড় লেবু ও কলা দেখে সে খুশি হয়েছে।
কৃষি মেলা দেখার সময় খুলনার রূপসা উপজেলার সামান্ত গ্রামের গৃহবধূ কারিশমা রহমান বলেন, মেলা থেকে বাড়িতে ফিরে বাড়ির আঙিনায় কৃষিপণ্য উৎপাদনের কাজ শুরু করবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, কৃষি মেলায় সকাল থেকে অধিক রাত পর্যন্ত দর্শনার্থীর উপচে পড়া ভিড় হচ্ছে। তিন শতাধিক কৃষিপণ্য মেলায় আনা হয়েছে। বৃহত্তর যশোর-কুষ্টিয়া কৃষি উন্নয়ন প্রকল্প ও জেলা প্রশাসনের সহযোগিতায় মধুমেলার মধ্যে কৃষি মেলার আয়োজন করা হয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫