Ajker Patrika

‘ভাসমান বেডে উৎপাদিত সবজি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে’

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৫: ৪৪
‘ভাসমান বেডে উৎপাদিত সবজি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে’

নিম্ন জলাভূমিবেষ্টিত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাসহ এর আশপাশের উপজেলায় ভাসমান বেডে উৎপাদিত সবজি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া। আজ শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় তৈরি ভাসমান বেডে সবজি চাষ প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কোটালীপাড়া উপজেলায় প্রাথমিক অবস্থায় ২৫ হাত লম্বা ও তিন হাত চওড়া ২০০ কচুরিপানার ভাসমান বেড তৈরি করেছি। এই উপজেলায় আরও ভাসমান বেড তৈরি করা হবে।’

এ বিষয়ে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস বলেন, যেখানে পানি আছে, ‘কচুরিপানায় ভরপুর এবং ধান লাগানো সম্ভব নয়, সেখানেই আমরা ভাসমান বেডে সবজি চাষ করছি। এরই মধ্যে আমরা ২০০ বেডে লাউ, কুমড়া, কচু, ঢ্যাঁড়স, লালশাকসহ বিভিন্ন ধরনের সবজির চাষ করেছি। আমাদের এই প্রকল্পের মাধ্যমে আরও বেড তৈরি করা হবে।’

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমরা এই ভাসমান বেডে সবজি চাষের জন্য এলাকার দরিদ্র-ভূমিহীনদের কাজে লাগাব। এই ভাসমান বেডে সবজি চাষ করে তাঁরা স্বাবলম্বী হবে বলে আমরা বিশ্বাস করি।’

প্রকল্প পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ দাসসহ ওই সব এলাকার কৃষক-কিষানিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত