কুমিল্লা নামেই বিভাগ দিতে হবে: বাহার
কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, ‘সব ক্ষেত্রে এগিয়ে আছে কুমিল্লা। কুমিল্লা নামেই বিভাগ দিতে হবে। আমরা সব চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাব।’ গতকাল শুক্রবার নগরীর বারপাড়ায় রোকেয়া স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।