Ajker Patrika

মতলব উত্তরে বাড়ছে চুরি, এলাকায় আতঙ্ক

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ২০
মতলব উত্তরে বাড়ছে  চুরি, এলাকায় আতঙ্ক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাড়ছে চুরির ঘটনা। উপজেলার বিভিন্ন এলাকার বসতঘর ও দোকানে রাতের বেলায় সিঁদ কেটে এসব চুরি হচ্ছে বলে জানা গেছে। ফলে চুরির আতঙ্কে দিন পার করছেন এলাকাবাসী।

সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাশিমনগর গ্রামের আবুল কাসেমের ঘরে সিঁদ কেটে চুরি হয়। তাঁর ঘর থেকে একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোরেরা। আবুল কাশেম বলেন, চুরি হওয়ার ৩ দিন আগে ২৬ হাজার টাকা দিয়ে মোবাইল ফোনটি কেনেন তিনি। সিঁদ কেটে সেই মোবাইলটি চুরি করে নিয়ে চোর।

এর আগে ৭ ফেব্রুয়ারি গভীর রাতে ব্রাহ্মণচক গ্রামের ইসমাইল হোসেন দিপুর বসতঘরেও চুরি হয়। মালিক দিপু বলেন, ‘আমার ঘর থেকে এলইডি টিভি ও অন্যান্য মালামাল চুরি হয়।’

এদিকে ২৫ জানুয়ারি গভীর রাতে উপজেলার ব্রাহ্মণচক বাবুর আলী মার্কেটের হেলাল প্রধানের দোকানে চুরি হয়। দোকানমালিক হেলাল প্রধান বলেন, ‘চোরেরা আমার দোকানের তালা ভেঙে টাকা, সিগারেট, বিস্কুটসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।’ এর আগেও বাবুর আলী মার্কেটের মুদিদোকানদার মোহন তালুকদারের দোকানে চুরি হয় বলে জানা গেছে। মোহন তালুকদার বলেন, ‘একাধিকবার আমার দোকানে চুরি হয়েছে। টাকা, সিগারেট ও দামি মালামাল চুরি করেছে চোরেরা।’

একই মার্কেটের ইভা স্টোরেও একাধিকবার চুরি হয়েছে। ইভা স্টোরের মালিক ইকবাল হোসেন বলেন, ‘একাধিকবার চুরি করে আমাকে নিঃস্ব করেছে চোরেরা। আমার দোকানের চালের ওপরের টিন কেটে দোকানে প্রবেশ করে চোরেরা। এতে আমার প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

উপজেলার বিভিন্ন পেশার লোকজনদের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, যেখানে-সেখানে কেবল চুরির খবর পাওয়া যাচ্ছে। এ নিয়ে তাঁরা আতঙ্কে রয়েছেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল আজকের পত্রিকাকে বলেন, চুরিসহ বিভিন্ন অপরাধ দমনের জন্য রাতের বেলায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

সন্তান জন্মের ৪ মাস পর বিয়ের খবর দিলেন জেমস

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদ আখতারকে একহাত নিলেন লাকি আলী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ