Ajker Patrika

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৫৭
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লক্ষ্মীপুরের কমলনগরে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে মাটি ভরাট করার অভিযোগ উঠেছে সমীর চন্দ্র দাস নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেড়ির পাড়ের প্রায় ৪ শতাংশ জায়গা দখল করে মাটি ভরাট করছেন তিনি।

এ ছাড়া ওই জায়গায় ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে এলাকার সাধারণ মানুষের সুপেয় পানি নিশ্চিত করতে একটি টিউবওয়েল বসানো হলেও তা উঠিয়ে ফেলা হয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সমীর চন্দ্র দাস চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

জানা যায়, চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডালিম কুমার দাস থেকে সমীর সামান্য কিছু জমি কেনেন। পরে ওই জায়গা মাটি দিয়ে ভরাট করতে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৪ শতাংশ জায়গাও দখল করে নেন তিনি।

সরেজমিন গিয়ে দেখা যায়, বাইরে থেকে ট্রাক্টরে করে মাটি এনে তিনি জায়গা ভরাট করছেন। এলাকার সাধারণ মানুষের সুপেয় পানি নিশ্চিতকরণের জন্য ওই জায়গায় বসানো টিউবওয়েলটি তিনি বেড়ির পূর্বপাশে বসিয়ে রেখেছেন।

স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ জিন্না ভূঁইয়া জানান, ইউনিয়ন পরিষদ থেকে একটি টিউবওয়েল বসানোর ফলে এ এলাকার মানুষের পানির কষ্ট কমে যায়। কিন্তু এ জায়গায় বসানো টিউবওয়েল উঠিয়ে দিয়ে জায়গাটি দখল করে ফেলেছেন সমীর। এতে সাধারণ মানুষের পানির সংকট দেখা দিয়েছে।

এ বিষয়ে বাবু সমীর চন্দ্র দাস বলেন, ‘আমি পেছনের জায়গাটি কিনে মাটি ভরাট করছি। পেছনের জায়গা ভরাট করতে হলে তো সামনের জায়গাও ভরাট করতে হবে।’

ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ওই এলাকায় লোক পাঠিয়েছি। সরকারের জায়গা যেন দখল না হয় এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা বলেন, সরকারি জমি দখলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত