Ajker Patrika

বিদ্যালয়ের সামনে অবৈধ স্ট্যান্ড

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৪
বিদ্যালয়ের সামনে অবৈধ স্ট্যান্ড

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের ওপর অবৈধ স্ট্যান্ড ও দোকানপাট গড়ে উঠেছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীদের চলাচল করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। দোকান আর অটোরিকশার স্ট্যান্ডের জন্য অনেক সময় শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে সড়কের ওপর দিয়েই হাঁটতে হয়। এসব অবৈধ স্থাপনা অপসারণের দাবি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা।

বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া আক্তার বলেন, ‘আমরা ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেয়রকে অবহিত করেছি। বিদ্যালয়ের সামনে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’

বলাখাল বাজার এলাকার পথচারী শুভ, মনির হোসেন ও মান্নান জানান, দক্ষিণ বলাখালে যাতায়াত করার সময় এখানে এলে যানজটে পড়তে হয়। এসব সমস্যা নিরসনে বলাখাল বাজারের ব্যবসায়ী, স্কুল কর্তৃপক্ষ ও পৌরসভা থেকে কোনো পদক্ষেপই নেওয়া হচ্ছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফটকে প্রায় ১০টি ছোট ছোট টং দোকান গড়ে উঠেছে। বিশেষ করে করোনা মহামারিতে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে নতুন কয়েকটি দোকানসহ অটোস্ট্যান্ড গড়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গড়ে ওঠা এসব অবৈধ দোকান পরিচালনা করছেন এলাকার মো. রমজান, মো. হানিফ, নারায়ন, আশ্রাদ, জৈত্র, ইয়াছিন ও নাছিরসহ আরও অনেকে। তাঁদের কেউ কেউ দৈনিক ২০ টাকা হারে বলাখাল বাজারের খাজনা আদায়কারী শফিক মিয়াকে দিচ্ছেন বলে জানান। আবার কেউ দোকানের মূল মালিককে মাসে ৫০০ টাকা দোকানভাড়া দিয়ে ব্যবসা করে আসছেন।

এসব দোকানের মাঝবরাবর বিদ্যালয়ের সামনে আবার গড়ে উঠেছে অবৈধ অটোরিকশাস্ট্যান্ড, যা আরও ভোগান্তিতে ফেলেছে সবাইকে। শিক্ষার্থীদের পাশাপাশি যাত্রীদের চলাচলে পড়তে হয় যানজটে।

বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিজি বলেন, এখানে যাঁরা টং দোকান দিয়ে ব্যবসা করছেন, তাঁরা সবাই গরিব। পৌরসভা চাইলে যেকোনো সময় দোকান উচ্ছেদ করে ফেলবে। স্থায়ী কোনো অটোস্ট্যান্ড না থাকায় এখান থেকে যাত্রী ওঠানামা করে।

হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন বলেন, স্কুল কর্তৃপক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত