বাসে ভিড়ের মধ্যে দুই সিটে ঘুমন্ত কুকুর, ভিডিও ভাইরাল
বাসের মধ্যে উপচে পড়া ভিড়, জায়গা না পেয়ে দাঁড়িয়ে ছিলেন বেশির ভাগ যাত্রী। এর মধ্যেই বাসের দুই আসনজুড়ে বেশ আরামে ঘুমাচ্ছিল এক কুকুর। যাত্রীরা এতটুকু বিরক্ত না হয়ে সেই দৃশ্য উপভোগ করছিলেন। গত বুধবার এমন ভিডিও ছড়িয়ে পড়েছে টুইটারে, যেটি ৫০ হাজারবার দেখা হয়েছে এবং তাতে প্রায় সাড়ে ৩ হাজার ‘লাইক’ মিলেছে।