Ajker Patrika

কুকুরের কামড়ে ১১ জন হাসপাতালে, আতঙ্কিত এলাকাবাসী

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
কুকুরের কামড়ে ১১ জন হাসপাতালে, আতঙ্কিত এলাকাবাসী

চট্টগ্রামের হাটহাজারীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১১ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলা নাঙ্গলমোড়া, মির্জাপুর ও গুমানমর্দ্দন ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন। তিনি জানান, কুকুরের কামড়ে আহত ১১ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

আগতেরা হলেন, জান্নাতুল পুষ্পা (৫), নেপাল (৪৫), মাসুদ (১৩), আমানুল্লাহ (১৭), হাসানুল্লাহ (১৭), ফয়েজ (১৯), হাসান (৩৫), শিহাব (১০), ডেজি আক্তার (৩৮), ওমর আলী (৫২) ও আবির (১১)। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা বলেন, উপজেলার তিনটি ইউনিয়নে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কুকুরে কামড়ানো ১১ নারী ও শিশুকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ জানান, প্রতিদিন চট্টগ্রাম শহর থেকে বেওয়ারিশ একটি কুকুর এলাকায় এনে ফেলা দেওয়া হচ্ছে। এসব বেওয়ারিশ কুকুর আড়ালে থেকে অতর্কিতভাবে পথচারীদের ওপর হামলা করে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত