Ajker Patrika

ঢাকা দক্ষিণে ৫০ হাজারের বেশি বেওয়ারিশ কুকুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৫: ৫৪
ঢাকা দক্ষিণে ৫০ হাজারের বেশি বেওয়ারিশ কুকুর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৫০ হাজারের বেশি বেওয়ারিশ কুকুর রয়েছে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার কুকুর বন্ধ্যাকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বেওয়ারিশ কুকুর দিন দিন বাড়ছে, এমন তথ্য দিয়ে মেয়র তাপস বলেন, কুকুরের বংশবিস্তার নিয়ন্ত্রণে একটি স্থায়ী সমাধান প্রয়োজন। সে জন্য সারা বিশ্বের মতো বেওয়ারিশ কুকুরের বংশবিস্তার নিয়ন্ত্রণে বন্ধ্যাকরণ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, উন্নত দেশে বড় শহর বা উন্নত শহরগুলোতে বেওয়ারিশ কুকুর বা অন্যান্য প্রাণী যত্রতত্র চলাচল করতে পারে না। সেগুলো নিয়ন্ত্রণে থাকে। নাগরিকেরা সেগুলোর পরিচর্যা করেন। নিয়ন্ত্রণে রাখেন। কিন্তু দীর্ঘদিন ধরে ঢাকায় এ ব্যাপারে নজর দেওয়া হয়নি।

ডিএসসিসিতে দীর্ঘদিন ধরে কোনো পশু চিকিৎসক ছিল না উল্লেখ করে ডিএসসিসি মেয়র আরও বলেন, প্রায় ২০ বছর পর পাঁচজন পশু চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রথম দিন ১০টি কুকুরকে বন্ধ্যা করা হয়েছে। প্রতিদিন ১০টি করে কুকুর বন্ধ্যা করা হবে বলে ডিএসসিসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বন্ধ্যাকৃত কুকুরগুলোকে চিহ্নিত করার সুবিধার্থে সেগুলোর কান ফুটো করে দেওয়া এবং ঘাড়ে নীল রং (স্থায়ী রং) স্প্রে করে দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আলো প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত