ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক দম্পতি বেশ ধুমধাম করে তাদের কুকুরের বিয়ে দিয়েছেন। অনুসরণ করেছে ভারতীয় বিয়ের অনুষ্ঠানের সকল রীতিনীতি। গায়েহলুদ থেকে শুরু করে, সাত পাক ঘোরা কোনোটাই বাদ যায়নি। দাওয়াত করা হয়েছিল ১ শতাধিক মানুষকে। তাঁরা এসেছিলেনও কুকুরের বিয়ের অনুষ্ঠানে। এমনই সংবাদ দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মর্দা কুকুরটির নাম শেরু। সেটির কনের নাম সুইটি। গুরগাঁওয়ের পালাম বিহার এক্সটেনশনের জিলে সিং কলোনির দুই দম্পতির দুই কুকুরের বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়েছে আজ সোমবার। সাত পাকেও ঘোরানো হয়েছে দুই কুকুরকে। বরযাত্রী হিসেবে প্রতিবেশীরাও এসেছিলেন বিয়ের অনুষ্ঠানে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে সুইটির মালিক সবিতা ওরফে রানি বলেন, ‘আমি প্রাণী পুষতে পছন্দ করি এবং আমরা দম্পতি হিসেবে পোষা প্রাণীর যত্ন নিতাম। আমার কোনো সন্তান নেই তাই সুইটিই আমাদের সন্তান। আমার স্বামী প্রায়ই মন্দিরে গিয়ে পশুদের খাওয়াতেন। একদিন একটি কুকুর তাঁকে অনুসরণ করে ৩ বছর আগে আমাদের কাছে এসেছিল। আমরা তাঁর নাম রেখেছি সুইটি। সবাই বলত সুইটির বিয়ে দেওয়া উচিত। আমরা এটি নিয়ে আলোচনা করেছি এবং অবশেষে মাত্র ৪ দিনের মধ্যে একটি প্রোগ্রাম তৈরি করা হয়েছিল। আমরা সমস্ত আচার পালন করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’ এএনাইয়ের সঙ্গে আলাপকালে সবিতা জানিয়েছেন, দুই কুকুরের জন্যই গায়েহলুদের অনুষ্ঠানও করা হয়েছিল। তিনি নিজের হাতে দেওয়া মেহেদিও দেখান প্রতিবেদককে।
এদিকে, শেরুর মালিক মনিতা বলেছেন, ‘গত আট বছর ধরে শেরু আমাদের সঙ্গে রয়েছে। আমরা সব সময় তার সঙ্গে আমাদের সন্তানের মতো আচরণ করেছি। আমরা আমাদের কুকুরের বিয়ে নিয়ে প্রতিবেশীদের সঙ্গে আলাপ-আলোচনা করেছিলাম কিন্তু হঠাৎ করেই আমরা বিষয়টি নিয়ে সিরিয়াস হয়ে যাই।’
মনিতা আরও জানান, দুই কুকুরের মালিকেরাই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন এবং বিয়ের জন্য যা যা করণীয় তার সবকিছু করার প্রস্তুতি নিয়েছিল। তিনি বলেন, ‘আমরা ২৫টি কার্ড ছাপিয়ে ১০০ জনকে দাওয়াত করেছিলাম। এর মধ্যে অনেককেই অনলাইন দাওয়াত দেওয়া হয়েছিল।’
প্রতিবেশীরা শেরু এবং সুইটির বিয়ে নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখিয়েছে এমন এক প্রশ্নের জবাবে মনিতা বলেন, ‘কিছু মানুষ এটা পছন্দ করেছে এবং কিছু মানুষ করেননি। তবে তা নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই। আমরা যা চেয়েছি কেবল তাই করে গিয়েছি।’ মনিতার কথার সূত্র ধরে সবিতা বলেন, ‘লোকেরা বলত যে পুলিশ আমাদের তুলে নিয়ে জেলে ঢোকাবে কিন্তু আমরা মাথা ঘামাই না। যেহেতু আমরা নিঃসন্তান দম্পতি এবং এটিই আমাদের একমাত্র সুখ তাই আজ আমার স্বামী এবং আমি সুইটির বিয়ে নিয়ে অনেক বেশি খুশি।’
ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক দম্পতি বেশ ধুমধাম করে তাদের কুকুরের বিয়ে দিয়েছেন। অনুসরণ করেছে ভারতীয় বিয়ের অনুষ্ঠানের সকল রীতিনীতি। গায়েহলুদ থেকে শুরু করে, সাত পাক ঘোরা কোনোটাই বাদ যায়নি। দাওয়াত করা হয়েছিল ১ শতাধিক মানুষকে। তাঁরা এসেছিলেনও কুকুরের বিয়ের অনুষ্ঠানে। এমনই সংবাদ দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মর্দা কুকুরটির নাম শেরু। সেটির কনের নাম সুইটি। গুরগাঁওয়ের পালাম বিহার এক্সটেনশনের জিলে সিং কলোনির দুই দম্পতির দুই কুকুরের বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়েছে আজ সোমবার। সাত পাকেও ঘোরানো হয়েছে দুই কুকুরকে। বরযাত্রী হিসেবে প্রতিবেশীরাও এসেছিলেন বিয়ের অনুষ্ঠানে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে সুইটির মালিক সবিতা ওরফে রানি বলেন, ‘আমি প্রাণী পুষতে পছন্দ করি এবং আমরা দম্পতি হিসেবে পোষা প্রাণীর যত্ন নিতাম। আমার কোনো সন্তান নেই তাই সুইটিই আমাদের সন্তান। আমার স্বামী প্রায়ই মন্দিরে গিয়ে পশুদের খাওয়াতেন। একদিন একটি কুকুর তাঁকে অনুসরণ করে ৩ বছর আগে আমাদের কাছে এসেছিল। আমরা তাঁর নাম রেখেছি সুইটি। সবাই বলত সুইটির বিয়ে দেওয়া উচিত। আমরা এটি নিয়ে আলোচনা করেছি এবং অবশেষে মাত্র ৪ দিনের মধ্যে একটি প্রোগ্রাম তৈরি করা হয়েছিল। আমরা সমস্ত আচার পালন করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’ এএনাইয়ের সঙ্গে আলাপকালে সবিতা জানিয়েছেন, দুই কুকুরের জন্যই গায়েহলুদের অনুষ্ঠানও করা হয়েছিল। তিনি নিজের হাতে দেওয়া মেহেদিও দেখান প্রতিবেদককে।
এদিকে, শেরুর মালিক মনিতা বলেছেন, ‘গত আট বছর ধরে শেরু আমাদের সঙ্গে রয়েছে। আমরা সব সময় তার সঙ্গে আমাদের সন্তানের মতো আচরণ করেছি। আমরা আমাদের কুকুরের বিয়ে নিয়ে প্রতিবেশীদের সঙ্গে আলাপ-আলোচনা করেছিলাম কিন্তু হঠাৎ করেই আমরা বিষয়টি নিয়ে সিরিয়াস হয়ে যাই।’
মনিতা আরও জানান, দুই কুকুরের মালিকেরাই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন এবং বিয়ের জন্য যা যা করণীয় তার সবকিছু করার প্রস্তুতি নিয়েছিল। তিনি বলেন, ‘আমরা ২৫টি কার্ড ছাপিয়ে ১০০ জনকে দাওয়াত করেছিলাম। এর মধ্যে অনেককেই অনলাইন দাওয়াত দেওয়া হয়েছিল।’
প্রতিবেশীরা শেরু এবং সুইটির বিয়ে নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখিয়েছে এমন এক প্রশ্নের জবাবে মনিতা বলেন, ‘কিছু মানুষ এটা পছন্দ করেছে এবং কিছু মানুষ করেননি। তবে তা নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই। আমরা যা চেয়েছি কেবল তাই করে গিয়েছি।’ মনিতার কথার সূত্র ধরে সবিতা বলেন, ‘লোকেরা বলত যে পুলিশ আমাদের তুলে নিয়ে জেলে ঢোকাবে কিন্তু আমরা মাথা ঘামাই না। যেহেতু আমরা নিঃসন্তান দম্পতি এবং এটিই আমাদের একমাত্র সুখ তাই আজ আমার স্বামী এবং আমি সুইটির বিয়ে নিয়ে অনেক বেশি খুশি।’
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
২৩ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
২৫ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৬ এপ্রিল ২০২৫গত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৪ এপ্রিল ২০২৫