বাড়িতে পোষা প্রাণী রাখতে কেবল যত্নই নয়, সেই সঙ্গে তাদের বিভিন্ন কসরত শেখানোরও প্রয়োজন হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক ভিডিও চোখে পরে যেখানে দেখা যায় প্রশিক্ষণপ্রাপ্ত পোষা প্রাণী তাদের মালিককে ঘরের বিভিন্ন কাজে সাহায্য করছে। তবে এমন কাজ শিখিয়ে বিপাকেও পরেন কেউ কেউ। সম্প্রতি এমনই এক ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার খবর পাওয়া গেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এলি গোল্ডেন লাইফ নামের প্রোফাইলের মালিক একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায়, তিনি তাঁর কুকুরকে ফ্রিজ খোলা শেখাচ্ছেন। ভিডিওর প্রথম অংশে লেখা ছিল, ‘আমার কুকুরকে ফ্রিজ খোলা শেখাচ্ছি...।’ কিন্তু ফ্রিজ খোলা শেখানোর পরেই ঘটে বিপত্তি। ভিডিওর পরের অংশে দেখা যায়, কুকুরটি একাই ফ্রিজ খুলে সেখান থেকে খাবার চুরি করে খাওয়া শুরু করে দিয়েছে!
‘আমার শিক্ষা হয়েছে’ ক্যাপশন লিখে ভিডিওটি পোস্ট করার পর তা প্রায় ২৭ লাখ ভিউ এবং দেড় লাখেরও বেশি লাইক পেয়ে ভাইরাল হয়। ভিডিওটি দেখে বেশ আনন্দই পেয়েছেন নেটিজেনরা।
এক ব্যবহারকারী ভিডিওতে মন্তব্য করেছেন, ‘কুকুরটি তো বেশ চালাক’।
অন্য আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘চমৎকার কাজ। পরেরবার আমার জন্য ফ্রিজ থেকে একটা কোল্ড ড্রিংকস নিয়ে এসো।’
এলি গোল্ডেন লাইফ প্রোফাইলের মালিক কেভিন বুবলস তার গোল্ডেন রেট্রিভিয়ার জাতের কুকুরদের নিয়ে প্রায়ই এমন মজার মজার ভিডিও পোস্ট করেন।
বাড়িতে পোষা প্রাণী রাখতে কেবল যত্নই নয়, সেই সঙ্গে তাদের বিভিন্ন কসরত শেখানোরও প্রয়োজন হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক ভিডিও চোখে পরে যেখানে দেখা যায় প্রশিক্ষণপ্রাপ্ত পোষা প্রাণী তাদের মালিককে ঘরের বিভিন্ন কাজে সাহায্য করছে। তবে এমন কাজ শিখিয়ে বিপাকেও পরেন কেউ কেউ। সম্প্রতি এমনই এক ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার খবর পাওয়া গেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এলি গোল্ডেন লাইফ নামের প্রোফাইলের মালিক একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায়, তিনি তাঁর কুকুরকে ফ্রিজ খোলা শেখাচ্ছেন। ভিডিওর প্রথম অংশে লেখা ছিল, ‘আমার কুকুরকে ফ্রিজ খোলা শেখাচ্ছি...।’ কিন্তু ফ্রিজ খোলা শেখানোর পরেই ঘটে বিপত্তি। ভিডিওর পরের অংশে দেখা যায়, কুকুরটি একাই ফ্রিজ খুলে সেখান থেকে খাবার চুরি করে খাওয়া শুরু করে দিয়েছে!
‘আমার শিক্ষা হয়েছে’ ক্যাপশন লিখে ভিডিওটি পোস্ট করার পর তা প্রায় ২৭ লাখ ভিউ এবং দেড় লাখেরও বেশি লাইক পেয়ে ভাইরাল হয়। ভিডিওটি দেখে বেশ আনন্দই পেয়েছেন নেটিজেনরা।
এক ব্যবহারকারী ভিডিওতে মন্তব্য করেছেন, ‘কুকুরটি তো বেশ চালাক’।
অন্য আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘চমৎকার কাজ। পরেরবার আমার জন্য ফ্রিজ থেকে একটা কোল্ড ড্রিংকস নিয়ে এসো।’
এলি গোল্ডেন লাইফ প্রোফাইলের মালিক কেভিন বুবলস তার গোল্ডেন রেট্রিভিয়ার জাতের কুকুরদের নিয়ে প্রায়ই এমন মজার মজার ভিডিও পোস্ট করেন।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
২৩ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
২৫ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৬ এপ্রিল ২০২৫গত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৪ এপ্রিল ২০২৫