নালা ব্যবস্থাপনা নেই, বৃষ্টি হলেই জলাবদ্ধতা
নরসিংদীর রায়পুরায় পৌর এলাকায় সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌর সদরে বসবাসকারীদের। স্থানীয় বাসিন্দারা বলছেন, জলাবদ্ধতা সৃষ্টির প্রধান কারণ হলো অপরিকল্পিত পানি নিষ্কাশন। সুনির্দিষ্ট পরিকল্পনা ও নালা ব্যবস্থাপনা না থাকায় সড়কে পানি জমে থাকে।