Ajker Patrika

বাঙ্গির ভালো ফলন ও দামে কৃষকের মুখে হাসি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৫: ০৭
বাঙ্গির ভালো ফলন ও দামে কৃষকের মুখে হাসি

নরসিংদীর রায়পুরার বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি ফল বাঙ্গি। বাম্পার ফলন ও বাজারে দাম ভালো থাকায় হাসি ফুটেছে বাঙ্গিচাষিদের মুখে। স্থানীয় কৃষকেরা বলছেন, অল্প পুঁজিতে ভালো লাভ হওয়ার দিন দিন রায়পুরায় বাড়ছে বাঙ্গির চাষ। উপজেলা কৃষি অফিস বলছে, চলতি মৌসুমে উপজেলায় ৩৫ হেক্টর জমিতে বাঙ্গির আবাদ হয়েছে। এতে প্রায় ৭০০ মেট্রিক টন বাঙ্গি পাওয়া যাবে।

বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দিতে গিয়ে দেখা গেছে, বিস্তীর্ণ চরে যেদিকেই চোখ যায়, সেদিকেই হলুদ ও সবুজ রঙ মেশানো অদ্ভুত সুন্দর বাঙ্গিখেত। খেতে চলছে বাঙ্গি আহরণ ও পরিচর্যা। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঙ্গি চাষে খরচ কম। বাজারে চাহিদা ও দাম দুই-ই ভালো। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূল থাকায় বাঙ্গির বাম্পার ফলন হয়েছে। এক বিঘা জমিতে বাঙ্গি চাষে খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। উৎপাদন খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি ৪০ থেকে ৫০ হাজার টাকা লাভ হবে বলে জানিয়েছেন কৃষকেরা।

উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সেখানে বাঙ্গি বিক্রি হচ্ছে। দামও বেশ চড়া। প্রতিটি বাঙ্গি ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। প্রকারভেদে ১০০ বাঙ্গি সাড়ে ৫ হাজার থেকে ৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

স্থানীয় কৃষক সুজন মিয়া বলেন, ‘টানা ৪ বছর বাঙ্গি চাষ করছি। এবার ৩৯ দশমিক ৬৭ শতাংশ জমিতে চাষ করেছি। বাঙ্গি চাষ করতে খরচ হয়েছে ৬০ হাজার টাকা। বর্তমান বাজারমূল্যে ৮০-৯০ হাজার টাকা লাভ হতে আমার।’

আব্দুল কুদ্দুস বলেন, ‘গত বছর একই জমিতে বাঙ্গি চাষে ৩৫ হাজার টাকা ব্যয় করে ১ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করেছি। এতে লাভ হয়েছে ৭৫ হাজার টাকা। এবারও গতবারের বাজারমূল্য পেলে ভালো লাভে বিক্রি করতে পারব বলে আশা করছি।

পাইকারি ক্রেতা মোরশেদ মিয়া বলেন, ‘এ বছর প্রতি ১০০ বাঙ্গি ৭ হাজার টাকায় কৃষকের জমি থেকে কিনেছি। মজুরি ও গাড়িভাড়াসহ বিভিন্ন খরচ বাদ দিয়ে, জমি থেকে সরাসরি কিনে বাজারে বিক্রি করে প্রতিটি বাঙ্গিতে ৫ টাকা লাভ হয়েছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, চলতি মৌসুমে চরাঞ্চলে প্রায় ৩৫ হেক্টর জমিতে বাঙ্গির আবাদ হয়েছে। এতে প্রায় ৭০০ মেট্রিক টন বাঙ্গি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বাঙ্গি চাষে অল্প খরচে প্রায় তিন গুণ লাভ করা যায়। তাই দিন দিন এর উৎপাদন বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রায়পুরায় বাঙ্গি চাষে কৃষকদের নিয়মিত উৎসাহ এবং পরামর্শ দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত