এবার মেসি-এমবাপ্পের এক চ্যালেঞ্জ
বিশ্বকাপ ফাইনালে মধুর সমস্যায় পড়েছিলেন নাসের আল খেলাইফি। লিওনেল মেসি নাকি কিলিয়ান এমবাপ্পে, গত রোববারের ফাইনালে কাকে সমর্থন করেছেন পিএসজি মালিক, সেটা শুধু তিনিই জানতেন। সমর্থন করে হারুন বা জিতুন, ফাইনাল শেষে কিন্তু জয়টা তাঁরই হয়েছে।